দেশের প্রথম বায়ো ভিলেজের তকমা পেলো ত্রিপুরার সিপাহিজলা জেলার চড়িলামের দাসপাড়া গ্রাম । রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীন বায়ো টেকনোলজি অধিকারের তত্ত্বাবধানে এই বায়োগ্রাম তৈরি করা হয়েছে , যা কিনা আন্তর্জাতিক একটি সংস্থা দ্বারাও স্বীকৃতি মিলেছে । দপ্তরের মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ দেশের প্রথম বায়ো গ্রাম হিসাবে চড়িলামের দাসপাড়ার স্বীকৃতি পাওয়ার খবরে বেজায় সন্তোষ ব্যক্ত করেছেন এবং এ কাজে সংশ্লিষ্টদের তিনি অভিনন্দনও জানিয়েছেন । উপমুখ্যমন্ত্রী তথা দপ্তরের মন্ত্রী যীষ্ণু দেববর্মণ জানান , বায়োগ্রাম গড়ার পরিকল্পনা নেওয়া হয় ২০১৮ সালেই । রাজ্যের ১০০ টি গ্রামকে বায়োগ্রাম গড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয় । ইতিমধ্যেই ১০ টি বায়োগ্রাম গড়ার কাজ সম্পূর্ণ হয়েছে । এর মধ্যে দেশের প্রথম বায়োগ্রামের তকমা এবং স্বীকৃতি জুটেছে চড়িলামের দাসপাড়া গ্রামের । বায়োগ্রাম মূলত সুসংহত উন্নয়নের যে লক্ষ্য এরই উদাহরণমাত্র । রাজ্যের প্রত্যন্ত গ্রামে পরিবেশবান্ধব উপায়ে যা কিনা কৃষি সহায়ক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে গ্রামবাসীদের দারুণ সহায়ক ভূমিকা নিতে সাহায্য করবে বলে অভিমত সংশ্লিষ্ট ক্ষেত্রে যুক্তদের । বায়োগ্রাম তৈরিতে মূলত ব্যবহার করা হয়েছে বায়ো গ্যাস , সোলার ভিত্তিক কৃষিজাত যন্ত্রপাতি , বৈদ্যুতিক যন্ত্রাংশ যাতে কিনা এনার্জি রক্ষা হয় এগুলিও । সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি পরিবেশবান্ধব । উপমুখ্যমন্ত্রী তথা বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী যীষ্ণু দেববর্মণের উদ্যোগেই গ্রামবাসীদের সুসংহত জীবনযাত্রা এবং খাদ্য নিরাপত্তার জন্যই আদতে বায়োগ্রাম তৈরির পরিকল্পনা নেওয়া হয় । এই প্রকল্পে প্রায় পাঁচশো পরিবার উপকৃত হবে । এছাড়াও এই বায়োগ্রাম তৈরিতে সবুজ প্রযুক্তি যেমন সোলার ওয়াটার পাম্প , বায়োমাস রান্নার চুল্লী , বায়োগ্যাস প্ল্যান্ট ইত্যাদিও ব্যবহার করা হয়েছে । এতে যেমন গ্রামবাসীদের আর্থসামাজিক উন্নতি হবে তেমনি ক্ষুদ্র ও মানুষও এর সুবিধা পাবেন । ইতিমধ্যেই প্রান্তিক দেশের প্রথম বায়োগ্রামের তকমা পেয়ে খুশি চড়িলামের দাসপাড়া গ্রামের মানুষজন ।
অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ৬টি বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল করল…
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…