দেশজুড়ে বাড়ছে ‘ডিজিটাল গ্রেফতার’, সব রাজ্যের কাছে তথ্য তলব করে সিবিআই তদন্তের ভাবনায় সুপ্রিম কোর্ট!!

অনলাইন প্রতিনিধি :-দেশজুড়ে বাড়তে থাকা ‘ডিজিটাল গ্রেফতার’-এর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। হরিয়ানার অম্বালায় এক প্রবীণ মহিলাকে আদালতের ভুয়ো নির্দেশনামা দেখিয়ে প্রতারণা করে এক কোটি পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আদালত স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিয়েছে।
এই প্রেক্ষিতে শীর্ষ আদালত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে, কোথায় কতগুলি ‘ডিজিটাল গ্রেফতার’-এর মামলা নথিভুক্ত হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য আদালতে জমা দিতে হবে। সোমবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালত জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতারণাগুলির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে কি না, তা বিবেচনা করা হবে।শুনানিতে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, এই ধরনের অধিকাংশ ‘ডিজিটাল গ্রেফতার’ ও সাইবার প্রতারণার মামলার উৎস দেশের বাইরে—বিশেষত মায়ানমার ও থাইল্যান্ডে অবস্থিত সাইবার গ্যাংগুলির সঙ্গে এদের যোগ রয়েছে।
সুপ্রিম কোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে, এই প্রতারণাগুলির কার্যকর তদন্তের জন্য একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করে আদালতে পেশ করতে। আদালতের পর্যবেক্ষণ, “আমরা সিবিআইয়ের তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করব এবং প্রয়োজনে প্রয়োজনীয় নির্দেশ দেব।”
একই সঙ্গে আদালত জানতে চেয়েছে, এই ধরনের জটিল সাইবার অপরাধের তদন্তে সিবিআইয়ের অতিরিক্ত জনবল প্রয়োজন কি না। প্রয়োজনে বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার বিষয়েও মতামত জানাতে বলা হয়েছে সিবিআইকে।আগামী ৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।

Dainik Digital: