হলিউড হোক বা বলিউড সৌন্দর্য্য বাড়াতে নিজের শরীরের ওপর ছুরি-কাঁচি চালিয়েছেন বহু অভিনেত্রী।কেউবা বদলে ফেলেছেন নাক তো কেউ আবার চোখ।আবার অনেকেই অস্ত্রোপ্রচার করেছেন ঠোঁটে। কিন্তু পায়ের দৈর্ঘ্য বাড়াতে লক্ষ লক্ষ টাকার অস্ত্রোপচার এমন ঘটনা কেউ কস্মিনকালেও শুনেছেন বলে মনে করতে পারছেন না।জার্মানির হামবার্গের ৩১ বছর বয়সী এক মডেল, থেরেশিয়া ফিশার স্রেফ সমাজ মাধ্যমে তার পায়ের জন্য পরিচিত।লম্বা হওয়ার জন্য দেড় কোটি টাকা খরচ করে পায়ের অস্ত্রোপ্রচার করেছেন এই মডেল। ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় দেড়লক্ষ।মডেল হতে গেলে উচ্চতা বেশি হতে হবে এমনটাই প্রাথমিক শর্ত বলেই ধরা হয়। কিন্তু থেরেশিয়ার উচ্চতা তুলনায় কম ছিল। উচ্চতা নিয়ে তাকে অনেক অপমানি ত হতে হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ পর্যন্ত তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।কিন্তু তাতে অবশ্য থেরেশিয়ার প্রচারের আলোয় আসতে কোনও ব্যাঘাত ঘটেনি। সাফল্যের মুখ দেখলেও নিজের উচ্চতা নিয়ে একটা ছুৎমার্গ কাজ করছিল তার মনের মধ্যে। সেইকারণেই এই এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ওই মডেল। এই ধরনের অস্ত্রোপচার বেশ ঝুঁকিপূর্ণ, তা জানতেন থেরোশিয়া।জটিল অস্ত্রোপচারের পর থেরোশিয়ার পায়ের উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে ৫.৫ ইঞ্চি। থেরোশিয়া এখন তার উচ্চতা নিয়ে গর্ব করেন।অস্ত্রোপচারের সময়ে তার পায়ে টেলিস্কোপিক রড ঢোকানো হয়। যার ফলে এখন তার উচ্চতা ছয় ফুটেরও বেশি। শুধুমাত্র তার পায়ের প্রেমে পড়ে থেরোশিয়ার প্রেমিকের সংখ্যা ছয়।জার্মানির ওই মডেল জানিয়েছেন,পায়ের অস্ত্রোপচারের মাধ্যমে তার উচ্চতা বৃদ্ধি পেয়েছে। উচ্চতার কারণে আত্মবিশ্বাসও ফিরে
পেয়েছেন তিনি।পাশাপাশি সমাজ মাধ্যমেও তার জনপ্রিয়তাও বেড়েছে বহুগুণে।থেরোশিয়ার সমাজ মাধ্যমে জানিয়েছেন,অস্ত্রোপচার বাবদ খরচ হয়েছে দেড় কোটি টাকা। থেরোশিয়া আশাবাদী, টাকা খরচ হলেও তিনি এখন আরও বেশি কাজ পাবেন এবং তার উপার্জন আরও বাড়বে।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…