অনলাইন প্রতিনিধি :-আবারও মাঝ-আকাশে আতঙ্ক! মাদুরাই থেকে দুবাই যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিল স্পাইসজেটের এক বিমানে। উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই পাইলট ত্রুটির বিষয়টি টের পান এবং যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তৎক্ষণাৎ বিমানটি ঘুরিয়ে চেন্নাই বিমানবন্দরে ফিরিয়ে আনেন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিমানটিতে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। চেন্নাই বিমানবন্দরে নিরাপদে অবতরণের পরই ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দল বিমানের ইঞ্জিন পরীক্ষা শুরু করে। সোমবার বিকেল পর্যন্তও ত্রুটি মেরামতের কাজ চলছিল। সৌভাগ্যবশত, কোনও যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।
এই ঘটনাটি এমন সময় ঘটল, যখন পরপর বেশ কয়েকটি ভারতীয় বিমান সংস্থার উড়ানে যান্ত্রিক সমস্যার খবর সামনে আসছে। সম্প্রতি কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগো বিমানে মাঝপথে জ্বালানি লিক ধরা পড়ে, যার ফলে সেটিকেও জরুরি অবতরণ করাতে হয় বারাণসীতে।
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট— প্রায় সব সংস্থারই বিমানে সম্প্রতি যান্ত্রিক ত্রুটির ঘটনা নজরে আসছে। কখনও নির্ধারিত উড়ান পিছিয়ে যাচ্ছে, আবার কখনও বাতিল হচ্ছে ফ্লাইট। ফলে যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। বিমানগুলি কি নিয়মিতভাবে পরীক্ষা করা হয়?— সেই নিয়েই এখন নতুন করে উদ্বেগ বাড়ছে বিমানযাত্রীদের মধ্যে।