অনলাইন প্রতিনিধি :-ইন্ডিগোর ১৮০ আসনের দুই এয়ারবাস বাতিলে শুক্রবার এমবিবি আগরতলা বিমানবন্দরে তুমুল যাত্রী বিক্ষোভ হয়। দুপুরে আগরতলা থেকে শিলচর গামী বিমানের উড়ান বাতিল করা হয়। এই রুটের উভয় দিকে বিমান বাতিল হয়। আগরতলা বিমানবন্দরে শিলচরগামী যাত্রীরা বিমানের দাবিতে ইন্ডিগোর রিপোর্টিং কাউন্টারের সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে ইন্ডিগোর রাতের শেষ বিমান আগরতলা- কলকাতা রুটের উভয় দিকেও যাতায়াতে বাতিল করা হয়। রাতের বিমানটি কলকাতা থেকে ৭ টা ৫০ মিনিটে এসে রাত ৮ টা কুড়ি মিনিটে যাওয়ার কথা ছিল।কিন্তু আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে
বিমানের উড়ান বাতিল করা হয়। আগরতলা বিমানবন্দরে আটক যাত্রীরা বিমানের দাবিতে ইন্ডিগোর রিপোর্টিং কাউন্টারের সামনে দীর্ঘক্ষণ তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন। রাত সোয়া ৯টায় বিমানবন্দরে খবর নিয়ে জানা গেছে, যাত্রীবিক্ষোভচলছে। আগরতলা- শিলচর এবং আগরতলা- কলকাতা রুটের বিমান বাতিলের কারণে দুই দিকেই বহু যাত্রী আটকে পড়েছেন। আটক যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। শিশু বৃদ্ধ মহিলা অসুস্থ রোগী সকলেই আটকে পড়েছেন। জরুরি কাজে যাতায়াতে যাত্রীরাও আটকে পড়েছেন। আটক যাত্রীদের যাতায়াতের জন্য শনিবার কোনো অতিরিক্ত বিমান দেওয়ার খবর রাত পর্যন্ত নেই। আটক যাত্রীদের থাকা খাওয়ার জন্য বিমান সংস্থার তরফে কোনো হোটেলেরও ব্যবস্থা করা হয়নি বলে যাত্রীদের অভিযোগ। আগরতলা- শিলচরে বিমান চলে মাত্র সপ্তাহে দুই দিন-মঙ্গল ও শুক্রবার। ফলে শনি রবি সোম এই তিন দিন এই রুটে বিমান না থাকায় আটক যাত্রীরা যাতায়াতে পড়েছেন গভীর অনিশ্চয়তার মধ্যে। এদিকে শনিবার আগরতলা-কলকাতা রুটে ইন্ডিগোর নির্ধারিত বিমানগুলিতে আটক কিছু যাত্রীকে পাঠানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে রাতে বিমান সংস্থার সূত্রে জানা গেছে। এদিকে শুক্রবার আগরতলা- হায়দ্রাবাদের মধ্যে সরাসরি যাতায়াতের ইন্ডিগোর বিমানের উড়ান চার ঘন্টা বিলম্ব হয়। বিলম্বিত বিমানটি রাত ৭টা ৪০ মিনিটে আগরতলায় আসে। রাত আটটা দশ মিনিট নাগাদ পুনরায় হায়দ্রাবাদের উদ্দেশে রওয়ানা হয়। কেন শুক্রবার দুই বিমান বাতিল ও এক বিমানের দীর্ঘ সময় বিলম্ব হল সেই বিষয়ে ইন্ডিয়ার আগরতলার বক্তব্য হলো, দিল্লী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের জিপিএস সিস্টেমে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় শুধু আগরতলা নয়, সারা দেশে এদিন বিমান উড়ানে মারাত্মক সমস্যা দেখা দেয়। সেই কারণে আগরতলা সেক্টরে দুটি বিমান বাতিল করা হলো বলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে