দুই গাড়ির সংঘর্ষ!!

  মঙ্গলবার জাতীয় সড়কে দুই গাড়ির মধ্যে সংঘর্ষে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।  যদিও হতাহতের কোন খবর নেই। ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকমি থানাধীন জাতীয় সড়কের ১৮ মুড়া পাড়ারের ৩৬ মাইল এলাকায়।  পুলিশের তৎপরতাই দীর্ঘ আড়াই ঘন্টা পর জাতীয় সড়ক স্বাভাবিক হয়।
Dainik Digital: