দুই গাড়ির সংঘর্ষে আহত চার!!

দুটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চার জন। এর মধ্যে দুজন ডাক্তার ও দুজন গাড়ির চালক। ঘটনাটি ঘটে বুধবার বিশ্রামগঞ্জস্থিত সিপাহীজলা জেলাশাসকের অফিসের সামনে জাতীয় সড়কের উপর।দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে গাড়ির ভিতরে থাকা ডাক্তার তানিয়া দে ও সুরবি সিং এবং গাড়ির চালক নগেন্দ্র দেববর্মা ও বিশাল দাসকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত চারজনকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

Dainik Digital: