দুই কেন্দ্রে উপভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের দুটি বিধানসভা ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করার সাথে সাথে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। মনোনয়ন জমা দেওয়ার অন্তিম সময় ১৭ আগষ্ট বিকেল পাঁচটা পর্যন্ত।১৮ আগষ্ট মনোনয়ন পরীক্ষা হবে।২১ আগষ্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ৫ সেপ্টেম্বর, গণনা ৮ সেপ্টেম্বর এবং ১০ সেপ্টেম্বর নির্বাচন প্রক্রিয়া শেষ হবে।বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে দুই কেন্দ্রে উপনির্বাচন নিয়ে বিস্তারিত জানান রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক আগরওয়াল। তিনি জানান,২০ বক্সনগর কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিপাহিজলা জেলার সিনিয়র ডেপুটি কালেক্টর।এছাড়া বিডিও বক্সনগর, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর এবং সোনামুড়া রেভিনিউ সার্কেলের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন।২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন সিপাহিজলা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা। এছাড়া এই কেন্দ্রে কাঁঠালিয়া ব্লকের বিডিও, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর নং ৩ এবং কাঁঠালিয়া ব্লকের অতিরিক্ত বিডিও অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।তিনি জানান, ২০ বক্সনগর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩ হাজার ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২২ হাজার ১৬৬ জন এবং মহিলা ভোটার ২০ হাজার ৯২১ জন।এছাড়াও সার্ভিস ভোটার ৭৫ জন, ৮০ ঊর্ধ্ব ভোটার ৫১০ জন এবং দিব্যাঙ্গ ভোটার রয়েছেন ১৯৮ জন। ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৫০ হাজার ১৪৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৫ হাজার ৯৪৪জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ২০৩ জন। তাছাড়াও এই কেন্দ্রে সার্ভিস ভোটার ৮৫ জন, ৮০ ঊর্ধ্ব ভোটার ৭০৭ জন এবং দিব্যাঙ্গ ভোটার ২৬৫ জন রয়েছেন। ৮০ ঊর্ধ্ব ভোটার এবং দিব্যাঙ্গজনরা বাড়িতে নাকি নিজস্ব ভোটগ্রহণ ‘কেন্দ্রে গিয়ে ভোটদান করবেন তা মনোনয়নপত্র দাখিল শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫১টি এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫৯টি। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে।২টি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার সাথে সাথেই নির্বাচনি আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। সিপাহিজলা জেলার সম্পূর্ণ এলাকায় নির্বাচনি আদর্শ আচরণবিধি কার্যকর থাকবে। উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মুখ্যসচিব, ডিজিপি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সাথে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে। তিনি জানান, হিংসামুক্ত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষে নিরাপত্তাব্যবস্থা সহ সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। ভোটগ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিংয়েরও ব্যবস্থা থাকবে। সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগ এবং ডেপুটি সিইও উৎপল চাকমা উপস্থিত ছিলেন।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

10 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

11 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

12 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

13 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

13 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

14 hours ago