দুই আসনে সমর্থন চায় কংগ্রেস!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি!! আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দুই আসনেই কংগ্রেস কে সমর্থন করুক সিপিএম সহ অন্য দল গুলি। এমনটাই চান কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ। বিলোনীয়ায় কর্মী সভায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি। এদিন তিনি আরও বলেন, রাজ্যে কিসের সুশাসন চলছে? বেকারদের কর্মসংস্থান নেই। তাকে কি সুশাসন বলে? নেশা মুক্ত রাজ্য গঠনের ডাক আসলে নেশায়যুক্ত হয়ে পড়েছে যুবসমাজ। রাজ্যের আনায় কানায় গলিতে গলিতে নেশার করাল গ্রাস। এ হচ্ছে সুশাসন। নিয়োগ নেই ।খাদ্যের অভাবে সন্তান বিক্রি হচ্ছে। অভাব অনটনে আত্মহত্যা করেছে।আইনশৃঙ্খলা তলানিতে। প্রত্যেকদিন বিভিন্ন ঘটনা হচ্ছে। খুন, ধর্ষণ, আত্মহত্যা,সংঘর্ষ। এটাই কি সুশাসন? তবে হ্যাঁ সারা রাজ্যে ফ্লাক্স এর মাধ্যমে সুশাসনের ঢালাও প্রচার। তা দেখতে পাচ্ছি। বাস্তব নিরিখে একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এ রাজ্যে। বললেন সুদীপ রায় বর্মন। শনিবার তিনি বিলোনিয়া সফরে আসেন। কংগ্রেস ভবনে দলের নেতা কর্মী ও সমর্থকদের সাথে সাংগঠনিক বৈঠক করেন। বৈঠকের আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেস রাজ্যে মুখ্য বিরোধী দল না হলেও মুখ্য বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

জনগণের বিভিন্ন ইস্যু, সমস্যা সরকারের দৃষ্টিতে নেওয়া এবং সুরাহা চাওয়া হচ্ছে। রাজ্যে কয়েক মাসে কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা বেড়েছে। জেলা সফর, ব্লক ভিত্তিক কর্মসূচি, প্রদেশ সভাপতির সফর, রক্তদান বৃক্ষরোপণ ইত্যাদি কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে তিনি বিলোনিয়া সফরে এসেছেন। সাংগঠনিক বিভিন্ন দিক দেখার জন্য। সংগঠনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেওয়া, দুর্বলতা কি কি রয়েছে। সুদীপ রায় বর্মন বলেন,আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত অনুসারেই দল কাজ করবে। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি। সিপিএম এখানে নাকি একাই লড়বে। বিজেপিকে পরাস্ত করতে হলে ইন্ডিয়া জোট সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত অনুসারে চলতে হবে। এটাতো বিধানসভা বা উপনির্বাচন নয়। লোকসভা নির্বাচন। তাতে আমরা এখান থেকে একা লড়বো একথা আমি বলতে পারব না। কে কিভাবে লড়বে তা উপর থেকে নির্দেশ আসলে আমরাও সেভাবে কাজ করব। সুদীপ বর্মনের মতে ভয়াবহ পরিস্থিতি চলছে সারা রাজ্য জুড়ে। স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে চুরমার। কর্মসংস্থানের কোন উদ্যোগ নেই। প্রচুর শূন্য পদ পড়ে আছে। অকাল বর্ষণে কৃষকরা ক্ষতিগ্রস্ত ।তাদের পাশে সরকার নেই। সব মিলিয়ে প্রশাসন সম্পর্কে ভালো ইঙ্গিত দেয় না। এইসব জনগণের সমস্যা এবং ইসুগুলোকে পুঁজি করেই কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছে জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলবে। গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে।

Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

5 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

6 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

6 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

6 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

7 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

1 day ago