Categories: দেশ

দিল্লির পুরভোট ৪ ডিসেম্বর

এই খবর শেয়ার করুন (Share this news)

গুজরাট এবং হিমাচলপ্রদেশের সঙ্গেই হতে চলেছে দিল্লী পুরসভার ভোট। দুটি রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে একটি কেন্দ্রশাসিত রাজ্যের সামান্য পুরসভার ভোটের প্রসঙ্গ সংযুক্ত হওয়ার কারণ কী? গুরুত্বই বা কী? কারণ বিশেষ তাৎপর্যপূর্ণ দিল্লীর পুরভোট। বস্তুত গুজরাট ও হিমাচলপ্রদেশ জয়ের থেকেও বিজেপি তথা নরেন্দ্র মোদির কাছে দিল্লী পুরসভা জয় করার আরও বড়সড় প্রেস্টিজ ফাইট হতে চলেছে। কারণ, বিগত ২৫ বছরে দিল্লী বিধানসভার ভোটে বিজেপি জয়ী হতে পারেনি। কংগ্রেসের বিরুদ্ধে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন যখন পুরামাত্রায় সফল হয়েছিল এবং কংগ্রেস যে পরাস্ত হতে চলেছে দিল্লী বিধানসভার ভোটে, সেটা প্রায় নিশ্চিত হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই বিজেপি প্রত্যাশা করেছিল যে, তারাই জয়ী হবে দিল্লীতে। কারণ কংগ্রেসের বিকল্প একমাত্র বিজেপি। আর কোনও তৃতীয় পক্ষ নেই । কিন্তু গোটা দেশকে চমকে দিয়ে অঅবিন্দ কেজরিওয়াল লাগাতার জয়ী হয়ে চলেছেন দিল্লী বিধানসভায়। আর সেই প্রেক্ষাপটে একমাত্র দিল্লী পুরসভায়ই বিজেপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। লোকসভায় সব কটি আসনই বিজেপির দখলে। অথচ কিছুতেই বিধানসভা দখল করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় দিল্লী পুরসভার ভোট ঘোষণা করা হলো শুক্রবার। আগামী চার ডিসেম্বর দিল্লী পুরসভা ভোট। সাত ডিসেম্বর ভোটের ফলপ্রকাশ। ২০১৪ সালে লোকসভা ভোটে নরেন্দ্র মোদি বিপুলভাবে জয়ী হন। রেকর্ড আসন পান । এবং পাঁচ বছর পর আবার একক গরিষ্ঠতার সরকার গঠন করেন। কিন্তু সকলেই যখন প্রত্যাশা করছে যে হেলায় পরের বছর দিল্লী বিধানসভার ভোটে জয়ী হবে বিজেপি, তখন কেজরিওয়াল ম্যাজিক দেখালেন। আর বরং বিজেপিকে একপ্রকার বিপর্যস্ত করে দিলেন। ৭০ আসনের মধ্যে মাত্র তিনটি আসন পেয়েছিল বিজেপি। আবার একই চিত্র দেখা যায় ২০২০ সালে। আগের বছরই মোদি পুনরায় লোকসভা ভোটে বিপুল জয় লাভ করেন। কিন্তু ২০১৫ সালেরই পুনরাবৃত্তি হলো ২০২০ সালের দিল্লী বিধানসভার ভোটে। অর্থাৎ আবার মুখ থুবড়ে পড়ল বিজেপি। এবার ২০২২ সালে দিল্লী পুরসভার ভোট নিয়ে তাই চরম দুশ্চিন্তায় বিজেপি। কারণ পুরসভা যদি হাতছাড়া হয় আম আদমি পার্টির কাছে, তার অর্থ দিল্লীর মানুষ ক্রমেই বিজেপির থেকে সরে যাচ্ছে। রইল বাকি লোকসভার সাতটি আসন। এবার দিল্লী পুরসভার ২৫০টি ওয়ার্ডে ভোটে বিজেপি সর্বশক্তি নিয়োগ করছে। একই সঙ্গে ঠিক এই সময়সীমায় গুজরাট ও হিমাচলপ্রদেশে ভোট। আম আদমি পার্টি গুজরাট ও হিমাচলেও এবার জোরদার লড়াইয়ে নেমেছে। এমনকী বৃহস্পতিবার গুজরাট ভোটের দিনক্ষণ ঘোষণার পরদিনই আজ কেজরিওয়াল ইশদান গাভিদের নাম ঘোষণা করেছেন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। অর্থাৎ সকলের আগেই তিনি নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে দিলেন। ঠিক যেন পাঞ্জাব স্টাইল।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

5 mins ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

34 mins ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

54 mins ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

2 hours ago

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…

2 hours ago

বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতর কোটি কোটি টাকার মাদক পাচার!!

অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…

2 hours ago