দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের সামনে চলছে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙচুর!!

অনলাইন প্রতিনিধি :- দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি ৷ বাংলাদেশের ময়মনসিংহ জেলায় হিন্দু যুবক হত্যার ঘটনার প্রতিবাদে জড়ো হয়েছেন শ’য়ে শ’য়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা ৷ গেরুয়া পতাকা হাতে নিয়ে তাঁরা বাংলাদেশ-বিরোধী স্লোগান দিতে থাকেন ৷ পরে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে ৷ বাংলাদেশ হাইকমিশন উচ্চ-নিরাপত্তা বলয়ের আওতায় রয়েছে।বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল ৷ কিন্তু পুলিশের বাধাদানে বিএইচপি ও বজরং দলের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ৷ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের সামনে পৌঁছতে গেলে জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

Dainik Digital: