দায়সারা মনোভাব টিএফএ-র

টিএফএর অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবলে কিল্লা মর্নিং ক্লাবকে হারালো চলমান সংঘ। শনিবার উমাকান্ত মাঠে এই ম্যাচে চলমান সংঘ ২-০ গোলে কিল্লা মর্নিং ক্লাবকে হারায়। ম্যাচে চলমান টিমের হয়ে হামারি দেববর্মা ও পুনম দত্ত দেবনাথ একটি এই টুর্নামে করে গোল করেন।মাঝে দুদিন বন্ধ থাকার পর ফের আজ এই টুর্নামেন্টের ম্যাচটি হয়েছে। আগামীকাল আবার ম্যাচ রাখা হয়নি। এই মহিলা ফুটবল টুর্নামেন্টটির একটি আলাদা গুরুত্ব থাকলেও টিএফএ তাকে প্রহসনে পরিণত করেছে বলে অভিযোগ উঠে আসছে শুরু থেকেই। ধরেবেঁধে ছয়টি টিমকে নিয়ে টুর্নামেন্টটি শুরু করা গেলেও ম্যাচের মান একেবারে তলানিতে।শুধু নিয়মকাওয়াস্তে ও দায়সারাভাবে এই টুর্নামেন্টটি আয়োজন করছে টিএফএ। যেখানে ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্ট আয়োজন করতে পাঁচ লক্ষ টাকা দিয়েছে। এই টুর্নামেন্টের পেছনে ফুটবল ফেডারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে সামনে মহিলা বিশ্বকাপ। গোটা দেশে অনূর্ধ্ব সতেরো বয়স গ্রুপের টুর্নামেন্টের আয়োজন করছে ফুটবল ফেডারেশন। এই টুর্নামেন্ট থেকে সম্ভবনাময় ফুটবলার পাওয়া গেলে বাছাই করে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হতে পারে পরবর্তী সময়ে। তবে ফেডারেশনের মূল লক্ষ্য কার্যত উপেক্ষা করে শুধু দায়সারাভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে রাজ্য ফুটবল সংস্থা।

Dainik Digital: