অনলাইন প্রতিনিধি :-দশ বছরের এক শিশু রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।সোনামুড়া থানার অন্তর্গত উরমাই গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের দেবনগর এলাকার বাসিন্দা দিনমজুর প্রদীপ দাসের স্ত্রী স্বপ্না দাস গত ১৭ মার্চ, তাঁদের ১০ বছরের শিশু সন্তান রাহুল দাস কে সাথে নিয়ে বাড়ির পাশে জঙ্গলে লাকড়ি আনতে যায়। লাকড়ি সংগ্রহ করে ফিরে আাসর পথে দেখেন পুত্র রাহুল সেখানে নেই, যেখানে তিনি রেখে গিয়েছিলেন। তখন শিশুটির মা স্বপ্ন দাস জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও সন্তানের কোন খোঁজ না পেয়ে বাড়িতে ছুটে এসে পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীদের বিষয়টি জানান। এরপর সকলে মিলে খোঁজ করেও রাহুলের কোনও হদিশ পাওয়া যায়নি। শেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদত্রিপুরা খবর
দশ বছরের শিশু নিখোঁজ ঘিরে চাঞ্চল্য!!
Leave a Comment