দলীয় কার্যালয় নির্মাণের ভূমিপূজন!

অনলাইন প্রতিনিধি :-ভূমি পূজনের মাধ্যমে অমরপুর অমর সাগর দিঘির পশ্চিম পাড়ে ভারতীয় জনতা পার্টি অমরপুর মন্ডলের কার্যালয় নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দলের প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য।

উপস্থিত ছিলেন স্হানীয় বিধায়ক রঞ্জিত দাস, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, দলীয় প্রভারী রতন ঘোষ,সুসাঙ্কর সাহা,মন্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। ভিত্তি প্রস্তর স্থাপন করার আগে বিজেপি প্রদেশ সভাপতি অমরপুর টাউন হলে আয়োজিত সাংগঠনিক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।  
    

Dainik Digital: