দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মঙ্গলবার খোয়াই মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের প্রদত্ত মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই পরীক্ষা-নিরীক্ষায় ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবীর নাথ শর্মার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যে রাজনৈতিক দলের হয়ে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেই দলের প্রতীক চিহ্ন না থাকায় উনার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বিজয় সিনহা। এছাড়া ২৪ রামচন্দ্রঘাট, ২৫ খোয়াই এবং ২৬ আশারামবাড়ি কেন্দ্রে বাকি মোট ১৫ টি মনোনয়নপত্র বৈধ বলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা ঘোষণা দিয়েছেন।
এদিকে ২৪ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপির শরিকদল আইপিএফটির প্রার্থী হিসেবে প্রশান্ত দেববর্মা মনোনয়নপত্র জমা দিলেও রামচন্দ্র ঘাট বিধানসভায় বিজেপিতে ব্যাপক ক্ষোভ তৈরি হওয়ায় রামচন্দ্রঘাট মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই কেন্দ্রে সিপিএম এডিসির প্রাক্তন চেয়ারম্যান রঞ্জিত দেববর্মাকে প্রার্থী করেছে।আর মথা প্রার্থী করেছে আত্মসমর্পণকারী বৈরী নেতা প্রাক্তন এ টি টি এফ প্রধান রঞ্জিত দেববর্মাকে। ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে সিপিএম এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ এই কেন্দ্রে প্রভাবশালী আর কোন রাজনৈতিক দল নেই। আছে শুধু আমরা বাঙালি দল। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সুব্রত মজুমদার আর সিপিএম দলের প্রার্থী নির্মল বিশ্বাস। অন্যদিকে ২৬ আশারামবাড়ি কেন্দ্রে এখন পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এই কেন্দ্রে মথার প্রার্থী প্রাক্তন বিধায়ক অনিমেষ দেববর্মা। আইপিএফটির প্রার্থী প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মা কন্যা জয়ন্তী দেববর্মা এবং সিপিএম দলের প্রার্থী দিলীপ দেববর্মা।
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…