Categories: খেলা

দলীপ ট্রফিতেও বঞ্চিত ত্রিপুরা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনেকটা যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই । নিউজিল্যাণ্ড ‘ এ ’ দলের বিরুদ্ধে ইণ্ডিয়া ‘ এ ’ দলে রাজ্যের তারকা ক্রিকেটার মণিশঙ্কর মুড়াসিংয়ের নাম বোর্ড সচিব জয় শাহর তালিকায় না থাকায় রাজ্য ক্রিকেট মহলের স্বপ্ন ভঙ্গ হয়েছিল । বোর্ডের ঘোষণার ঠিক একদিন বাদে দলীপ ট্রফির পূর্বাঞ্চলীয় দলে রাজ্যের মণিশঙ্কর মুড়াসিংয়ের নাম অন্তর্ভুক্ত হয় । যদিও অনেকটা মুখ রক্ষা করার মতোই । কারণ ১৫ সদস্যক পূর্বাঞ্চলীয় দলের একেবারের শেষ নামটি ত্রিপুরার মণিশঙ্কর মুড়াসিংয়ের । যদিও এই ১৫ জনের দলে অধিনায়ক সহ সাতজনই বাংলার । সহ অধিনায়কসহ চারজন ঝাড়খণ্ডের , আসামের দুজন , ত্রিপুরা ও ওড়িশার একজন একজন করে । কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে গত বছর ত্রিপুরার ওপেনার বিশাল ঘোষ তিন তিনটি শতরান করলো তার নাম কেন টিমে ঢোকানো গেল না ? কেন বাদ পড়লো রাজ্যদলের সহ অধিনায়ক রজত দের নামও ? মণিশঙ্কর মুড়াসিং যেখানে ভারতীয় ‘ এ ’ দলে খেলছেন বলে সর্বভারতীয় পত্রিকায় খবর ছিল । যেখানে দলীপ ট্রফির দলে নাম যা বা এলেও তাও একেবারে সবার পেছনেই রাখা হলো তার নামটি । ঝাড়খণ্ডের রাঁচি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দলীপ ট্রফির পূর্বাঞ্চলীয় দল গঠনে জোনের সিলেকটররা এই বৈঠকে মিলিত হয় । এই বৈঠকে টিসিএর প্রতিনিধি হিসাবে ছিলেন সিনিয়র নির্বাচক কমিটির সদস্য অমিত দাস । মোট তিনজনের নাম নাকি দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলে ঢোকানোর কথা বলে গিয়েছিলেন অমিত । কিন্তু দেখা গেল মাত্র একজনের নাম ঢোকাতে পারেন । তাও আবার ১৫ নম্বরে । অধিনায়ক বাংলার মনোজ তিওয়ারি । সহ – অধিনায়ক ঝাড়খণ্ডের বিরাট সিং । প্রসঙ্গত তিন বছর বাদে আবার দলীপ ট্রফি চারদিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে । ৬ টি দল লড়বে । খেলা হবে তামিলনাড়ুতে ৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর । এদিকে ইতিমধ্যে দলীপ ট্রফির জন্য সেন্ট্রাল করণ শর্মা । জোনের পশ্চিমাঞ্চলের অজিঙ্ক রাহানে ও পূর্বাঞ্চলের মনোজ তিওয়ারি অধিনায়ক নির্বাচিত হয়েছেন । ঘোষিত পূর্বাঞ্চল দলঃ মনোজ তিওয়ারি ( অধিনায়ক ) , বিরাট সিং ( সহ – অধিনায়ক ) , নাজিম সিদ্দিকী , সুদীপ কুমার ঘরামি , শান্তনু মিশ্র , অনুষ্টুপ মজুমদার , রিয়ান পরাগ , কুমার কুসাগ্র , অভিষেক পোড়েল , শাহবাজ আহমেদ , শাহবাজ নাদিম ঈশান পোড়েল , আকাশ দীপ , মুক্তার হুসেন , মণিশঙ্কর মুড়াসিং । স্ট্যাওবাই হিসাবে থাকছে অভিজিৎ সকেট , রাজেশ মোহান্তি , সায়ন শেখর মণ্ডল ও অনুকূল রায় ।

Dainik Digital

Recent Posts

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

16 mins ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

37 mins ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

2 hours ago

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…

2 hours ago

বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতর কোটি কোটি টাকার মাদক পাচার!!

অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…

2 hours ago

যুদ্ধে ট্রাম্প কোথায়!!

যদিও সংঘর্ষ বিরতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার শুরুবাত হইতেছে তথাপিও এই কথা আগাম বলা…

2 hours ago