Categories: খেলা

দলকে জেতাতে পেরে খুশি রাজাপক্ষ, হাসারাঙ্গারা

এই খবর শেয়ার করুন (Share this news)

এশিয়া কাপের ফাইনালের আগে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা । সেই ম্যাচে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিয়েই ফাইনালে খেলতে নেমেছিল তারা । আর সুপার ফোরের মতো ফাইনাল ম্যাচেও কিন্তু ফলাফলের কোনও বদল দেখা যায়নি।

রবিবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ রানে জয় পেয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা । এই জয়ের নায়ক ছিলেন ভানুকা রাজাপক্ষ । শুধু তাই নয় তার সঙ্গে ফাইনালের ম্যাচে শ্রীলঙ্কার জয়ের আরও একজন নায়ক ছিলেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা । তিনি ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে এবং পরে বোলিং করেও পাকিস্তানি দলের থেকে ম্যাচ ছিনিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। রাজনৈতিক এবং আর্থিক সঙ্কট থেকে এখনও বেরোতে পারেনি শ্রীলঙ্কা । আর এই পরিস্থিতিতে দেশবাসীর দুঃখ – দুর্দশার মধ্যে এশিয়া কাপ জয় সবার মুখে হাসি ফোটাবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা । এশিয়া কাপ প্রথমে শ্রীলঙ্কার মাটিতেই হওয়ার কথা ছিল । কিন্তু সেখানের রাজনৈতিক অচলাবস্থার কারণে তা সরিয়ে দুবাইয়েই নিয়ে যাওয়া হয়েছিল । রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে গ্যালারি ভর্তি নিজের দেশের দর্শক না থাকলেও যে তিন চার হাজার দর্শক ছিলেন তাদের সামনেই এশিয়া কাপের ট্রফি নিয়ে উল্লাসে মেতেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা । আর শত বাধার সামনেও যে তারা ক্রিকেটের মাঠে লড়াই করে জয়ী হয়েছেন তাতে খুশি দলের কোচিং স্টাফেরাও ম্যাচের পর রাজাপক্ষ সংবাদমাধ্যমকে বলেছেন , ‘ দুই দশক আগেও ক্রিকেটবিশ্বে আমরা শাসন করতাম । আমাদের আগ্রাসন যে আবার ফিরে এসেছে সেটা বুঝিয়ে দেওয়া দরকার ছিল । বিশ্বকাপের আগে এই ছন্দই ধরে রাখতে চাই আমরা । দেশে যে সঙ্কট চলছে , তাতে সবার কাছেই এটা একটা কঠিন সময় । তার মধ্যেও যে কিছু মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি , সেটা ভেবে গর্বিত । গোটা দেশকে এই ট্রফি উৎসর্গ করছি । অনেক দিন ধরে ওরা অপেক্ষা করছিলেন । শুধু তাই নয় ম্যাচে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আর এক খেলোয়াড় হাসারাঙ্গাও খুশি দল জয়ী হওয়ার ফলে । হাসারাঙ্গা বলেন , ‘ আমি যখন ৬০ / ৫ – এ ব্যাট করতে নামি তখন , ভানুকা এবং আমি ১৫০ রান করার পরিকল্পনা করেছিলাম । যা এই উইকেটে একটা ঠিকঠাক রান ছিল । আমি তাকে বলেছিলাম , ব্যাটিংয়ে আমি আমার ভূমিকা পালন করব এবং আমার শট খেলব । প্রথম কয়েক ওভারে বল সুইং হয়েছিল , কিন্তু আমি যখন ব্যাটিং করেছিলাম তখন উইকেট সত্যিই ভাল হয়ে গিয়েছিল । কিন্তু তাও দিনের শেষে একটা ইতিবাচক পারফরম্যান্স করতে পেরে খুশি আমিশ্রীলঙ্কা জয়ের পর জাতীয় দলের অধিনায়ক মনে করছেন , এই জয় তাদেরকে অন্য উচ্চতায় তুলে দেবে । দাসুন শানাকা বলেছেন , ‘ দুই – তিন বছর আগেও আমরা ভাল ক্রিকেট খেলছিলাম । কিন্তু জিততে পারছিলাম না । মনে হয় , এ বার আমাদের দেশের ক্রিকেট ঘুরে দাঁড়াবে । আগামী পাঁচ-ছ’বছর চিন্তা করার কোনও কারণ নেই।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

4 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

4 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

13 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

14 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

14 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

14 hours ago