অনলাইন প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত এম বি টিলা বাজারটিকে আধুনিক করার জন্য নতুন করে বাজার শেড নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এটি বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বিধানসভা এলাকার একটি গুরুত্বপূর্ণ বাজার। গত বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজেই এম বি টিলা বাজারের উন্নয়নে নতুন নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্হাপন করেছিলেন। ভিত্তি প্রস্তর স্হাপনের পর এক বছর পার হয়ে গেছে, এখনো কাজ ৫ শতাংশও হয়নি। তাছাড়া শুরুতেই কাজের গুনমান নিয়ে প্রশ্ন উঠে। কাজের অগ্রগতি শূন্যের কোঠায়। বাজার ব্যবসায়ীদের মধ্যেও এই নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে। কেননা, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা সমস্যার মধ্যে রয়েছেন। ঠিক ভাবে ব্যবসা করতে পারছেন না। সোমবার সেই কাজ পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। তিনি নিজেও কাজের অগ্রগতি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রয়োজনে বরাত পাওয়া এজেন্সি বদল করে নতুন এজেন্সি দেওয়া হবে এবং আগামী পুজোর আগে কাজ শেষ করতে হবে বলে জানান।