Categories: দেশ

ত্রিপুরা-নাগাল্যান্ডে এগিয়ে বিজেপি!

এই খবর শেয়ার করুন (Share this news)

সংশয় নেই নাগাল্যাণ্ড নিয়ে। জয়ী হচ্ছে বিজেপি এবং এনডিপিপি জোট। ছোটখাটো জয় নয় । বিপুল জয়। কিন্তু মেঘালয়ে বিজেপির জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। আবার এককভাবে এনপিপি সরকার গঠন করার পথে। এই দুই রাজ্যের ফলাফলের গতিপ্রকৃতি যদি স্পষ্টই হয়, তাহলে এখনও বিভ্রান্তিতে রাখছে ত্রিপুরা। কারণ, এরকম মিশ্র এবং ভিন্ন সমীক্ষা সংখ্যা নিয়ে সাম্প্রতিককালে কোনও এগজিট পোলের সমাহার সামনে আসেনি।সোমবার দুই রাজ্যের ভোটগ্রহণপর্ব সমাপ্ত হল। তারপরই প্রত্যাশিতভাবে প্রকাশিত হতে শুরু করল একের পর এক এজিট পোলের ফল। সেই ফলাফলে দেখা যাচ্ছে, ত্রিপুরায় কোনও একটি প্রবণতাই সংখ্যাগুরু এমন নয়। টাইমস নাউ – ইটিজি সমীক্ষায় বলেছে, বিজেপি পাবে ২১ থেকে ২৭টি আসন। আবার জি টিভির সমীক্ষা হল, বিজেপির সম্ভাব্য প্রাপ্তি ২৯ থেকে ৩৬টি পাবে। অন্যদিকে, অ্যাক্সিস ইণ্ডিয়া টুডের পক্ষ থেকে বিজেপিকে অনেক এগিয়ে রাখা হচ্ছে। বলা হচ্ছে, বিজেপি পাবে ৩৬ থেকে ৪৫ আসন। অর্থাৎ সেক্ষেত্রে আর কোনও সংশয় নেই। কিন্তু ৩১ আসনের অঙ্ক যে বিজেপি স্পর্শ করতে নাও পারে, এরকম সমীক্ষার আধিক্য থাকায় টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে। যদিও অন্য একটি আগ্রহের ভরকেন্দ্র হল কে হবে দ্বিতীয়? বামজোট বনাম তিপ্রা মথার মধ্যে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। তদ টাইমস নাও ইটিজি বলছে ১২ থেকে ১৭ আসন পাবে তিপ্রা। আর বাম এন জোটের ভাগ্যে যাবে ১৮ থেকে ২৪। পক্ষান্তরে ইণ্ডিয়া টুডের মতে বাম জোট পাবে ৬ থেকে ১১। ৯ থেকে ১৬ পাবে তিপ্ৰা।সুতরাং বোঝাই যাচ্ছে যে, এই দ্বিতীয় স্থানই হতে চলেছে আগামীদিনে ত্রিপুরার অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণের গতিপথ কোনদিকে যাবে তার একটি ব্যুরে গতিপ্রকৃতির নির্ণায়ক। সব থেকে করুণ হাল কংগ্রেসের। তিন রাজ্যে কংগ্রেসকে নিয়ে কোনও হেলদোল যে দেখা যাচ্ছে না, এটা অন্তত এগজিট পোল থেকে স্পষ্ট। এ দিন প্রকাশিত ফলাফল এজিট পোল অনুযায়ী।যা বহুবার প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে গিয়েছে। আবার কোনও সময় সম্পূর্ণ ভিন্ন ফলাফল হয়েছে। কিন্তু আস যদি এই প্রবণতা প্রকৃত ফলেও প্রতিফলিত হয়, তাহলে বিজেপির জন্য যথেষ্ট উদ্বেগজনক বার্তা। কারণ, বিজেপি একচ্ছত্রভাবে উত্তর পূর্বে বছর নিজেদের শক্তি বাড়াতে মরিয়া ছিল ২০২৪ সালের আগে। অন্তত মেঘালয় ও ত্রিপুরা থেকেই সেই আশার সপক্ষে অনুকূল বাতাস পাওয়া যাচ্ছে না। কারণ ফলাফল যাই হোক, এটা বোঝা যাচ্ছে প্রথমত কিছুটা হলেও বিজেপি ত্রিপুরায়। মাটি হারাচ্ছে। আর দ্বিতীয়ত মেঘালয় থেকে প্রমাণিত এককভাবে বিজেপি এই রাজ্যগলিতে এখনও এতটা শক্তিশালী নয় যে, ক্রমেই তারা নির্ণায়ক শক্তি হতে পারবে।লোকসভা ভোটের আগে যা সামান্য হলেও উদ্বেগ বিজেপির কাছে। তবে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ৮ থেকে দশটি আসন পেতে পারে। বিজেপি দখলে যেতে পারে ৬ থেকে ১১টি আসন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

8 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

9 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

9 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

9 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

10 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

1 day ago