অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার রাতভর রাজ্যের একাধিক জায়গায় বড় ধরনের অভিযান চালায় এন আই এ’র বিশেষ টিম। অত্যন্ত গোপনে এই অভিযান চালায় বলে খবর। রাজ্য পুলিশ তো দূরের কথা, কাক পক্ষীও টের পায়নি। সাব্রুম থেকে তিন জন, বিলোনীয়া থেকে দুই জন, মধুপুর থেকে কয়েকজন। রাজ্য থেকে মোট ২৭ জন কে এন আই এ বিশেষ টিম তুলে নিয়ে গেছে বলে খবর। বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসী কার্য়কলাপের সাথে এরা যুক্ত। সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায় এরা নিরাপদে আশ্রয় নিয়েছিলো বলে খবর।
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদত্রিপুরা খবর
ত্রিপুরায় এন আই এ’র অভিযান।।
Leave a Comment