দৈনিক সংবাদ অনলাইনঃ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর আইনশৃঙ্খলা নিয়ে উত্থাপিত যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। বুধবার, রাজ্য পুলিশের সদর কার্য্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা জনিত পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের সমস্ত অভিযোগ খন্ডন করে বলেন দেশের অনেক অনেক রাজ্য থেকে ত্রিপুরার আইনশৃঙ্খলা অনেক ভাল। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিরোধী দলগুলি আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। এইসব কিছুতেই বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, আজকের এই পর্যালোচনা বৈঠকে পুলিশের তরফ থেকে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে যে রিপোর্ট উপস্থাপন করা হয়েছে তাতে আমি খুশি। নারী নির্যাতন থেকে শুরু করে চুরি, ডাকাতি, ধর্ষন সহ নানা অপরাধজনিত কর্মকান্ড এখন নিম্নমুখী। রাজ্যের মানুষ আইনশৃঙ্খলা নিয়ে খুশি।
সরকারের প্রতি মানুষের সমর্থন রয়েছে। কিন্তু বিরোধীরা আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বলেন আজকের পর্যালোচনা বৈঠকে পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা যাতে কোনো অবস্থাতেই অবনতি না ঘটে। এমন কিছু পরিস্থিতি এবং চেষ্টা হলে তা যেন কঠোর হাতে মোকাবেলা করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, পর্যালোচনা বৈঠকে পুলিশের তরফ থেকেও কিছু কিছু সমস্যার কথা তুলে ধরা হয়। যেমন-পরিকাঠামো, ম্যান পাওয়ার ইত্যাদি। এই সমস্যাগুলো দূর করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। আজকের এই বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশক সহ পুলিশের সমস্ত শীর্ষ আধিকারিক, পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…