অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা এবং রাজ্যের জনগণকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে বুধবার ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
নয়া দিল্লীর ত্রিপুরা ভবনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর কার্য্যক্রমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা এবং এইমস এর কর্মকর্তারা।
মুখ্যমন্ত্রী সাহা বলেন, রাজ্যের মেডিকেল কলেজ সহ রাজ্য ও জেলা স্তরের হাসপাতালগুলিকে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা এবং সুপার স্পেশালিটি পরিষেবার উৎকর্ষ কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর আমাদের জন্য গর্বের বিষয়।
তিনি আরও বলেন, রাজ্য সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি পন্থ হাসপাতালকে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন একটি মেডিকেল হাবে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে, যা নয়া দিল্লির এইমসের মডেলে গড়ে তোলা হবে।
মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এইমস একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান, যা মেডিকেল এডুকেশন, গবেষণা ও উন্নত রোগী পরিষেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য সুপরিচিত।
তিনি আরও বলেন, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর ও এইমস নয়া দিল্লির মধ্যে এই সহযোগিতা রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিষেবার গুণমান ও পরিসর উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইমস দিল্লীর ডিরেক্টর ড. এম. শ্রীনিবাস এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।