তেলিয়ামুড়ায় অনন্যা!!

ভারতবর্ষের উদীয়মান সংগীত শিল্পী তথা জি সারেগামাপা খ্যাত অনন্যা চক্রবর্তী এবং বিশ্বজিৎ দাস ত্রিপুরা রাজ্যে এই প্রথম বারের মতো সাংস্কৃতিক সন্ধ্যায় এক মঞ্চে। সাংস্কৃতিক সন্ধ্যার উদ্যোক্তা তেলিয়ামুড়া মহকুমার প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে শনিবার রাজ্যে পৌঁছলেন সংগীত শিল্পী অনন্যা চক্রবর্তী। আগরতলা এম.বি.বি বিমানবন্দর থেকে ক্লাব সদস্যরা শিল্পীকে স্বাগত জানান। মূলত বিজয়া দশমী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব।

শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনন্যা চক্রবর্তী এবং বিশ্বজিৎ দাসের অনুষ্ঠান’কে কেন্দ্র করে গোটা খোয়াই জেলা জুড়ে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও যুব কল্যান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী,থাকবেন ত্রিপুরা বিধান সভার মুখ্য সচেতক তথা স্হানীয় বিধায়ক কল্যানী রায়, থাকবেন তেলিয়ামুড়া মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Dainik Digital: