অনলাইন প্রতিনিধি :-অবশেষে তেলাঙ্গানার সুরঙ্গে আটকে পড়াদের মধ্যে একটি দেহের সন্ধান করতে পেরেছে উদ্ধারকারীরা। তবে তা মৃত। টানেলের মধ্যে উদ্ধারকার্য চালানোর সময় মেশিনে আটকে যায় দেহটি। তবে মৃত দেহটির নাম পরিচয় জানা যায়নি। দেহ উদ্ধারের পরই স্পষ্টীকরন হবে। তবে দেহ উদ্ধার করার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। তেলাঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া অন্যান্য শ্রমিকদের খোঁজও চলছে গোটাদমে।