অনলাইন প্রতিনিধি :- তেলঙ্গানায় পরিবেশ ও বনমন্ত্রী কোন্ডা সুরেখার বাসভবনে বুধবার রাতে পুলিশ তল্লাশি অভিযান চালায়। এই অভিযানে হুলস্থুল পড়ে গিয়েছে। আর এই তল্লাশি অভিযানের জন্য মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলে মন্ত্রীকন্যা কোন্ডা সুস্মিতা। তল্লাশি অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান তিনি। তল্লাশি অভিযানে বাধা দেওয়ার মতো পাল্টা অভিযোগ উঠেছে সুস্মিতার বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত, মন্ত্রীর ওএসডি এন সুমন্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। এই অভিযোগে মঙ্গলবার তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই মন্ত্রী কোন্ডা সুরেখার জুবিলি হিলসের বাসভবনে তল্লাশি অভিযানে যান হায়দরাবাদ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। মন্ত্রীর ওএসডি সুমন্তের বিরুদ্ধে এক সিমেন্ট সংস্থার কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ ওঠে। তাঁর খোঁজেই তল্লাশি চালাতে মন্ত্রীর বাড়িতে হানা দেয় এসটিএফ।