তুলাশিখরে মন্ত্রী অনিমেষ দেববর্মাকে সংবর্ধনা!!

অনলাইন প্রতিনিধি :-খোয়াই আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের মথার বিধায়ক অনিমেষ দেববর্মা সদ্য রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার তিনি নিজের বিধানসভা কেন্দ্র পরিদর্শনে আসেন। দুপুরে তুলাশিখর কমিউনিটি হলে দলীয় কর্মী ও নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাঁকে দলের আশারামবাড়ী ব্লক কমিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা, এমডিসি অনন্ত দেববর্মা, আশারামবাড়ি ব্লক কমিটির সভাপতি খকেশ দেববর্মা সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।

Dainik Digital: