অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশে ফের ছাত্র আন্দোলন। রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনে থাকা ৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রীতিমতো তপ্ত হয়ে উঠল বাংলাদেশের রাজধানী। এ ঘটনায় সোমবার সকাল ৯টা থেকে ঢাকা শহর অবরোধের ডাক দিয়েছেন বাংলাদেশের ৭টি কলেজের পড়ুয়ারা। ৭টি কলেজের তিনশো পড়ুয়া ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। উঠল ইউনূস বিরোধী স্লোগান । আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ। সাত কলেজের সমস্যা ও ভর্তির আসনসংখ্যা কমানোর বিষয়ে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের প্রোভিসির দ্বারস্থ হলে তিনি অভব্য আচরণ করে রুম থেকে তাড়িয়ে দেন। বলেন, ‘সাত কলেজের বিষয়ে কিছু জানেন না’ তিনি। এমনকী, স্মারকলিপি দেওয়া হলেও সেটিও নাকি পড়েননি! পড়ুয়াদের দাবি, তাঁদের চেনেন না বলে রীতিমতো দুর্ব্যবহার করেছেন ঢাকা বিশ্বাবিদ্যালয়ের প্রোভিসি। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদবিদেশ
ঢাকায় ইউনূস বিরোধী স্লোগান!!
Leave a Comment