ড্রাগস কারবারীদের গ্রেপ্তারের দাবিতে জনতার পথ অবরোধ

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন, মোহনপুর।।
ড্রাগস ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং ড্রাগস ব্যবসার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জোরালো পদক্ষেপের দাবিতে হেজামারা খোয়াই চৌমুনির মূল সড়ক অবরোধ করে স্থানীয় লোকজন। কিছুদিন আগেও একই দাবিতে জনগন পথ অবরোধে বসেছিল বড়কাঠাল এলাকায়। বৃহস্পতিবার সকাল ১১ টায় আবারও একই দাবিতে পুলিশ প্রশাসনের উপর জোরালো চাপ সৃষ্টি করে মোহনপুর খোয়াই চৌমুহনতে পথঅবরোধে বসে জনতা।

এর ফলে আগরতলা- খোয়াই- সিমনা রাস্তায় দাঁড়িয়ে পড়ে প্রচুর যানবাহন। শেষে বিকাল চারটায় পথ অবরোধ মুক্ত হয়।সড়ক অবরোধকে কেন্দ্র করে কোন অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য টিএসআর, সিআরপিএফ এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল। পথ অবরোধকারীদের অভিযোগ, পুলিশ প্রশাসনের ঢিলেমির জন্যেই ড্রাগস ব্যবসায়ীরা খোলা ময়দানে ব্যবসা করে যাচ্ছে। তারা আরও অভিযোগ করে, কিছুদিন আগে জনৈক সাগর দেবনাথকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরের দিনই সে আবার এই কাজে লিপ্ত হয়। ফলে পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না। পথ অবরোধকারীদের বক্তব্য,বর্তমান সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কথা বলছে।

সবকা সাথ সবকা বিকাশের কথা বলছে। সেই জায়গায় পুলিশ প্রশাসন ড্রাগস মাফিয়াদের জালে তুলতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ।
এদিকে, পথ অবরোধের খবর পেয়ে মোহনপুর মহাকুমা শাসক অনিরুদ্ধ রায় ঘটনাস্থলে যান। পথ অবরোধ কারীদের সাথে কথা বলেন। কিন্তু তাতেও পথ অবরোধ ওঠেনি। পরে আগামী সোমবার ৫/৬ জনের একটি প্রতিনিধি দলকে মহকুমা শাসক অফিসে আসার জন্য অনুরোধ করেন এস ডি এম। ওইদিন এসডিপিও এবং ওসি সহ সবার সামনে আলোচনা করা হবে বলে জানান। এসডিএম এর কথায় শেষে পথ অবরোধ তুলে নিলেও, পুলিশ প্রশাসনকে দুই দিনের সময় বেঁধে দেয় ড্রাগস কারবারিদের জালে তোলার জন্য। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কঠোর পদক্ষেপের।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

10 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

11 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

12 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

12 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

13 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

14 hours ago