ডিটেনশন ক্যাম্প থেকে ফেরার ১০ বাংলাদেশি!!

অনলাইন প্রতিনিধি :- পুজোর মধ্যেই পশ্চিম জেলার নরসিংগড়ে ডিটেনশন সেন্টার থেকে একসঙ্গে পালিয়ে গেলো দশ বাংলাদেশি নাবালক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতকদের মধ্যে কাউকেই আটক করতে পারেনি পুলিশ। তারা কোথায়? এ নিয়ে কোনও তথ্য নেই পুলিশের কাছে। ধর্মনগর সাব জেল থেকে ছয় বন্দি এক কারারক্ষীকে পিটিয়ে পালিয়েছে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করতে পেরেছে। অথচ ডিটেনশন ক্যাম্প থেকে একসঙ্গে দশজন পালিয়ে যাওয়ার ঘটনায় নীরব পুলিশ প্রশাসন। জানা গেছে, জুভেনাইল হোমে সাজা খাটার পর বাংলাদেশি সহ অন্য বিদেশিদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়। নরসিংগড়ে জুভেনাইল হোমের সঙ্গেই এই ডিটেনশন ক্যাম্প। এখানে পুলিশ নিরাপত্তার জন্য থাকে। এছাড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের নিয়োজিত কর্মীরা থাকেন। সপ্তমীর রাতে ডিটেনশন ক্যাম্প থেকে পালিয়ে যায় দশজন বাংলাদেশি নাবালক। এই বিষয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ। আগেও নরসিংগড়ে ডিটেনশন ক্যাম্প ও জুভেনাইল হোেম থেকে বাংলাদেশিরা পালিয়েছে। আবার ধরাও পড়েছে। এই দফায় দশজন একসঙ্গে পালিয়েছে। তাদের নির্দিষ্ট নিয়ম মেনে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। এর আগেই তারা পালিয়েছে। তবে এই পালানো সহজ নয়। ডিটেনশন ক্যাম্পে নির্দিষ্ট ঘরে তালাবন্দি করে রাখা হয় তাদের। নিয়মিত পুলিশ পাহাড়ায় থাকেন। তাদের সহযোগিতা ছাড়া পালানো এক প্রকার অসম্ভব। তাও পুজোয় নরসিংগড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা ছিল। পুলিশ, টিএসআর মোতায়েন করা ছিল। তাদের ফাঁকি দিয়ে পালানো সহজ নয়। এই ঘটনায় তদন্তের দাবি উঠেছে।

Dainik Digital: