ডমিনিকা’-র সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করার কথা ঘোষণা করল কমনওয়েলথ অব ডমিনিকা। আগামী ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ইন্ডিয়া-CARICOM সম্মেলন। গুয়ানার জর্জটাউনে এবার এই সম্মেলন বসবে। সেখানেই মোদীর হাতে এই সম্মান তুলে দেবেন ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানি বার্টন। করোনা পরিস্থিতিতে ডমিনিকার পার্বত্য অঞ্চলে সাহায্যের জন্যই মোদীকে এই স্বীকৃতি দিতে চায় ডমিনিকা।

Dainik Digital: