ট্রাম্পের বাক এবং বিশ্ব বিতণ্ডা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব লইবার পর বিশ্বের প্রেসিডেন্ট হইয়া যাইতেছে।বিশ্বের নানা প্রান্তের সমস্যা সংকট লইয়া যে সকল নিদান দিতেছেন তাহাতে গোটা বিশ্ব প্রকম্পিত। কোথাও কোথাও হতাশা কোথাও ক্ষোভ ফুটিয়া উঠিতেছে। ভারতীয় নাগরিকদিগকে যে প্রকারে হাতকড়া পরাইয়া দেশে পাঠানো হইতেছে তাহাকে আর কতদিন নয়াদিল্লীর বিদেশনীতি মুখ বুজিয়া সহ্য করিবে এবং নীরবতা পালন করিবে তাহা প্রজ্ঞাবান ভারতীয়রা ভাবিতেছেন। আবার অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি লইয়া অভিন্ন অবস্থানে যাইতেছে মস্কো-তেহরান।এককথায় বিশ্ব এক নতুন ডামাডোলে পরিণত হইতেছে। ট্রাম্পের প্রত্যাবর্তনে বিশ্বশক্তি চিন মুখ ঘুরাইয়া লইতেছে। অন্যদিকে ওপর বিশ্বশক্তি রাশিয়া এক জটিল ভূমিকায় অবতীর্ণ হইতেছে। এশিয়া মহাদেশ আরও ইউরো এশিয়া সর্বত্র নয়া মেরুকরণ হইতেছে।
এশিয়া মহাদেশে চিন তার স্বভাবসুলভ গাম্ভীর্য বজায় রাখিতেছে, অন্যদিকে উত্তর কোরিয়া নিজ স্বভাবমতন ট্রাম্পের সমালোচনা শুরু করিয়াছে। উত্তর কোরিয়া লইয়া আমেরিকার নানান সমালোচনা এবং হুমকির পরেও ডোনাল্ড ট্রাম্প তাঁহার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করিয়াছিলেন। তাহাদের ব্যক্তিগত সম্পর্ক লইয়াও কথা বলিয়াছিলেন। ইহার পর গত তিন চার বৎসর উত্তর কোরিয়া আর শিরোনামে নাই। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করা এবং ফিলিস্তিনিদের অন্যত্র সরাইয়া দিয়া গাজা পুনর্গঠনের কথা বলিলে মুখ খুলিলেন কিম। ট্রাম্পের প্রস্তাবকে ‘হাস্যকর’ উল্লেখ করিয়া নিন্দা জানাইয়াছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে। গত বুধবার পিয়ং ইয়ং এই নিন্দা জানাইয়াছে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে।
তাহাদের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করিয়াই বলিয়াছে, নিরাপত্তা ও শান্তির আশায় ফিলিস্তিনি মানুষের মনে যে ক্ষীণ আশা বাঁচিয়াছিল, তাহাও ওই প্রস্তাবের কারণে ভাঙ্গিয়া যাইতেছে। ওই সরকারী মন্তব্যে বলা হইয়াছে, ‘যুক্তরাষ্ট্রের উত্তাপে বিশ্ব এখন যব সেদ্ধ করিবার পাত্রের মতন ফুটিতেছে।’ সম্প্রতি ডোনাল্ড বলিয়াছেন, আমেরিকা চায়, গাজার বাসিন্দাদিগকে অন্যত্র সরাইয়া লইয়া যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করিতে। তাহার এই ধরনের বক্তব্যে ইসরায়েল বাদে গোটা বিশ্ব হতবাক। হতবাক করিবার মতন রাশিরাশি মন্তব্য করিতেছেন ট্রাম্প, প্রায় প্রতিদিন কিছু না কিছু মন্তব্য করিতেছেন।
আবার ট্রাম্পের সকল মন্তব্যের সমালোচনা, নিন্দা করিতে যাইতেছে উত্তর কোরিয়ার বিবৃতিতে। অর্থাৎ কিমের বক্তব্যকে এখন আর কিমের একার বক্তব্য বলিয়া ভাবিতেছে না কেউ। ইহার পেছনে অন্যদের ছায়া খুঁজিতেছেন। ট্রাম্প প্রশাসন পানামা খাল এবং গ্রিনল্যাণ্ড দখলের যে আহ্বান জানাইয়াছে তাহা লইয়াও কেসিএনএর প্রতিবেদনে সমালোচনা হইয়াছে। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করিয়া আমেরিকা উপসাগর করিবার জন্য ট্রাম্প প্রশাসনের লওয়া সিদ্ধান্তেরও সমালোচনা করা হইয়াছে। বলা হইয়াছে, ‘যুক্তরাষ্ট্রে উচিত তাহাদের কালানুক্রমিক বিভ্রান্তি হইতে জাগিয়া ওঠা এক অবিলম্বে অন্য দেশ ও জনগণের মর্যাদা ও সার্বভৌমত্বের লঙ্ঘন বহু করা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘চাঁদাবাজ’ বলিয়াও অভিহিত করা হইয়াছে।
ট্রাম্প তাঁহার প্রথম মেয়াদে কিম জং উনের সহিত নজিরবিহীন বৈঠক করিয়াছিলেন। দ্বিতীয় মেয়াদ দায়িত্ব লওয়ার পর সম্প্রতি ট্রাম্প বলিয়াছেন, তিনি আবারও কিমের সহিত দেখা করিবেন। যদিও পিয়ংইয়ং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ লইয়া কোনও উচ্ছ্বাস দেখায় নাই। উত্তর কোরিয়া আন্তর্জাতিক বিষয়ে বরাবরই পশ্চিমী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কথা বলিয়া থাকে। গাজা পরিস্থিতি লইয়া গাজায় রক্তপাতের জন্য ইসরায়েলকে দায়ী করিয়া থাকে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র এইক্ষেত্রে সহযোগীর ভূমিকায় রহিয়াছে।
আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তর কোরিয়ার এই ভূমিকা নয়া কিছু নহে। তবে নতুন এক সমীকরণে পৌঁছাতেছে রাশিয়া। মধ্যপ্রাচ্য কিংবা অবশিষ্ট বিশ্ব লইয়া বরাবরের নীতিতে অটল থাকিলেও ইউক্রেন লইয়া তাহাদের অবস্থান খানিক বদল হইয়াছে। রাষ্ট্রপুঞ্জে রুশ ইউক্রেন যুদ্ধ লইয়া আমেরিকার বক্তব্যের আদল বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন হইতেছে মস্কোর অবস্থান।
তবে মধ্যপ্রাচ্য লইয়া রুশ অবস্থান একই রহিয়াছে। বরং বলিতে হইবে আগের তুলনায় আগ্রাসী হইতেছে বলিয়া ভাবা যাইবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার ইরানের শীর্ষ কর্মকর্তাগণের সহিত আলোচনাশেষে জানাইয়াছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি লইয়া তেহেরান মস্কো একই অবস্থানে রহিয়াছে। লাভরভ তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আবাস আরাগচির সহিত বৈঠক করিয়াছেন। প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি গত সপ্তাহেই বলিয়াছেন, জাতিসংঘের চাপ সত্ত্বেও ইরান উচ্চ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখিয়াছে দেশটি যে হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করিতেছে, তাহা দেশটির বাণিজ্যিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ইহার পরেই সের্গেই লাভরভ তেহেরান সফর করিলেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

1 hour ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

1 hour ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

11 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

11 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

12 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

12 hours ago