দৈনিক সংবাদ অনলাইন।। ডাবল ইঞ্জিন সরকারের দুই দপ্তরের ঠেলাঠেলিতে কৃষকরা বাধ্য হলো পথ অবরোধে। সেচের জলের দাবিতে পাওয়ার টেইলার নিয়ে রাস্তা অবরোধে বসে কৃষকরা। ঘটনা তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীন মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চামপ্লাই এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকেই এই পথ অবরোধ শুরু হয়।
এতে দুর্ভোগ আরও চরমে উঠে।
শ্রাবণের কাঠ ফাটা রৌদে কৃষি জমি শুকিয়ে কাঠ। গত বছর খানেক ধরে এম আই মেশিন নষ্ট হয়ে আছে। বার বার সংস্কারের দাবি জানিয়েও কোনও কাজ হয়নি। শুধু ঠেলাঠেলি চলছে। সেই সাথে সংষ্কারের প্রতিশ্রুতি। কিন্তু আসল কাজটি হচ্ছেনা। ক্ষুব্দ কৃষকরা শেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার পথ অবরোধ করে। ।