রাজ্য ক্রিকেটে নজিরবিহীন কেলেঙ্কারি । রাত ১২ টায় টিসিএ অফিস খুলে সদস্যদের সই নিয়ে টিসিএর সংবিধান অমান্য করেই বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো হলো আরও এক মাস । সম্ভবত আগামী ১৪ অক্টোবর টিসিএর নির্বাচন এবং বার্ষিক সাধারণ সভা । তবে বুধবার দুপুরে দিল্লীতে দেশের শীর্ষ আদালতে বিসিসিআইর কুলিং অফ নিয়ে মামলার রায় সামনে আসার পরই ত্রিপুরা ক্রিকেট সংস্থায় হঠাৎ করে তৎপরতা শুরু হয় । রাত ৮ টায় মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে টিসিএ সদস্যদের ডাকা হয় । তবে বৈঠক শুরু হয় রাত ৯ টা নাগাদ । সূত্রে খবর , মুখ্যমন্ত্রীই নাকি নিজের সরকারী বাসভবনে টিসিএর ইস্যুতে বৈঠক ডাকেন । এই বৈঠক রাত ১১ টা নাগাদ চলে । বৈঠক চলাকালেই ডেকে আনা হয় টিসিএর সভাপতিকে । মুখ্যমন্ত্রী নাকি ফোনে কথা বলেন বিসিসিআইর কর্তাদের সাথে । যতটুকু খবর , বিসিসিআইর কর্তারা নাকি বলেন , শীর্ষ আদালতের আজকের রায়ের পর টিসিএর নির্বাচন পিছানোর দরকার নেই । কিন্তু ঘটনা হচ্ছে , ১৫ সেপ্টেম্বর টিসিএর বর্তমান কমিটির মেয়াদ শেষ । কিন্তু কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচন কারা করবে ? তখনই নাকি মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে , বুধবার রাতেই টিসিএর বৈঠক করতে হবে । যদিও ১৫ তারিখ বেলা ১ টায় স্থগিত হয়ে যাওয়া বিশেষ সাধারণ সভা নির্ধারিত ছিল । কিন্তু সূত্রে খবর , অধিকাংশ ক্লাব ও মহকুমা নাকি ১৫ তারিখের বৈঠক বয়কটের কথা বলেছে । মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে টিসিএর সভাপতি টিসিএর যুগ্ম সচিবকে টিসিএতে ডেকে পাঠান । টিসিএর কর্মীদের ডাকা হয় । রাত ১২ টা নাগাদ টিসিএ অফিসে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে সদস্যরা আসেন । ঘুম থেকে ওঠে টিসিএতে আসেন যুগ্ম সচিব । রাত ১২ টায় সভাপতি অসমাপ্ত বিশেষ সাধারণ সভার নতুন করে নোটিশ ইস্যু করেন । তবে তাতে লেখা বিকাল ৫ টায় মিটিং । তবে কোনও মিটিংই হয়নি । মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সদস্যরা মিটিংয়ের কাগজে সই করেন । তাদের বলে দেওয়া হয় আগামী এক মাসের মধ্যে টিসিএতে নির্বাচন হবে এবং নির্বাচন পর্যন্ত বর্তমান কমিটি কাজ চালাবে । এখন টিসিএর কাজকর্ম দেখবেন সভাপতি । জানা গেছে , আগামী ১৪ অক্টোবর টিসিএর নির্বাচন হতে পারে । তবে বড় প্রশ্ন হচ্ছে , টিসিএর সংবিধান অনুযায়ী আজ ১৫ সেপ্টেম্বর কিন্তু টিসিএর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে । তাহলে একমাস একটি মেয়াদোত্তীর্ণ কমিটি কীভাবে টিসিএর প্রশাসনে কাজ করবে ? কে আর্থিক লেনদেন করবে ? নিয়মমতো তো তা অবৈধ । সদস্যদের কোনও অধিকার নেই সংবিধানের বাইরে যাওয়ার । তবে প্রশাসন , রাজশক্তি এবং পেশী শক্তির সৌজন্যে টিসিএতে যে অনিয়ম শুরু হলো তা নজিরবিহীন এবং টিসিএর জন্য কলঙ্ক ।
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…