টিআরইএসপি প্রকল্পে লোক নিয়োগে অনিয়মের অভিযোগ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সুশাসনে এবার জনজাতি কল্যাণ দপ্তরে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যাণ্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (টিআরইএসপি)প্রকল্পে আউটসোর্সিং-এর মাধ্যমে লোক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।সদ্য প্রকাশিত ওই প্রকল্পে লোক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর অনিয়মের বিষয়টি প্রকাশ্যে এসেছে। মূলত পাঁচটি পদে লোক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।এই পদগুলি হলো,ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার (এডুকেশন),ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার (পিডব্লিউডি), ফাইনান্স ম্যানেজার, ফাইনান্স অ্যান্ড প্রোকিউরমেন্ট ম্যানেজার এবং প্রোকিউরমেন্ট ম্যানেজার।এই পাঁচটি বিভাগের মধ্যে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার (এডুকেশন) শূন্যপদ হলো ৫টি,ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার (পিডব্লিউডি) শূন্যপদের সংখ্যা ৪টি, ফাইনান্স ম্যানেজার শূন্যপদের সংখ্যা ২টি, ফাইনান্স অ্যান্ড প্রোকিউরমেন্ট ম্যানেজার শূন্যপদের সংখ্যা ৩টি এবং প্রোকিউরমেন্ট ম্যানেজার শূন্যপদের সংখ্যা ২টি।দপ্তরের ঘোষিত নির্দেশিকা মোতাবেক ওই পাঁচটি বিভাগে প্রতিটি পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ জন করে অর্থাৎ ১:৫ এই রেসিওতে প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকতে হবে।কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় উল্টো ছবি। যেমন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার (এডুকেশন) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে মাত্র ৭ জনকে।অর্থাৎ ৭ জনকে মৌখিক পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে।অথচ দপ্তরের নির্দেশিকা মোতাবেক সংখ্যাটা হওয়ার কথা ছিল ২৫ জন।১৮ জনকে মৌখিক পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে।তেমনি,ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার (পিডব্লিউডি) শূন্যপদের সংখ্যা ছিল ৪টি,লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে ১৭ জনকে।এই সংখ্যাটা ২০ জন হওয়ার কথা ছিল।বঞ্চিত করা হয়েছে তিনজনকে।ফাইনান্স ম্যানেজার শূন্যপদের সংখ্যা ২টি।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে ৫জনকে। সংখ্যাটা হওয়ার কথা ছিল ১০ জন।৫ জনকে মৌখিক পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে।ফাইনান্স অ্যান্ড প্রোকিউরমেন্ট ম্যানেজার শূন্যপদের সংখ্যা ৩টি।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে ১০ জনকে।এক্ষেত্রে সংখ্যাটা হওয়ার কথা ছিল ১৫ জন।এখানে ৫ জনকে বঞ্চিত করা হয়েছে। প্রোকিউরমেন্ট ম্যানেজার শূন্যপদের সংখ্যা ২টি।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে মাত্র ৪ জনকে। এখানে সংখ্যাটা হওয়ার কথা ১০ জন।নির্দেশিকা অনুযায়ী ৬ জন প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকার থেকে বঞ্চিত করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে,জনজাতি কল্যাণ দপ্তর থেকে F.No.33-14/TW/ TRESP/ 2023-24/11,079 dated 27.07.2023 এই সেহামূলে বহিঃরাজ্যের টি – অ্যান্ড এম সার্ভিস কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাকে লিখিত পরীক্ষার পর ১:৫ অনুপাতে মৌখিক সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থী তালিকা প্রস্তুত করার নির্দেশিকা জারি করা হয়েছিল।কিন্তু রহস্যজনক কারণে ওই সংস্থাটি দপ্তরের নির্দেশিকা অমান্য করে।এর পেছনে দপ্তরের ভূমিকা নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠেছে।প্রশ্ন উঠেছে, টিআরইএসপি প্রকল্পে বহিঃরাজ্যের সংস্থার মাধ্যমে লিখিত পরীক্ষার মেরিট লিস্ট সঠিকভাবে পরীক্ষানিরীক্ষা এবং যাচাই না করে জনজাতি কল্যাণ দপ্তর তড়িঘড়ি সেই তালিকা কী করে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দিল? অভিযোগ,প্রার্থী খুঁজে পাওয়া যায়নি- এই অজুহাত তুলে ওই পদগুলির নির্দিষ্ট কিছু শূন্যপদে নিজেদের পছন্দের লোককে সুযোগ করে দিতে এমনটা করা হয়েছে।দাবি উঠেছে ওই পদগুলিতে লিখিত পরীক্ষার
ফলাফল পুনর্মূল্যায়নের।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

10 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

11 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

13 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

13 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

13 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

15 hours ago