জয়ী জম্পুইজলা, সবুজ-কদমতলি ম্যাচ ড্র!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ইউবিএসটিকে হারিয়ে ঘরোয়া সি ডিভিশন ক্লাব লীগ ফুটবলে অভিযান শুরু জম্পুইজলা প্লে সেন্টারের।বুধবার টিএফএর সি ডিভিশন লীগ ফুটবলের দুটো ম্যাচ রয়েছে।দুপুর একটায় সবুজ সংঘ বনাম কদমতলি যুব সংস্থা ম্যাচ ১-১. গোলে ড্র রয়েছে।অন্য ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার ৩-০ গোলে ইউবিএসটিকে হারায়।উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয়েছে দুটো ম্যাচই।গত তিন দিনে চারটি ম্যাচ, হয়েছে সি ডিভিশনের। তবে বড় বিষয় হলো সি ডিভিশনের স্ট্যান্ডার্ড কিন্তু এখন পর্যন্ত কোনও ম্যাচেই দেখা যায়নি।প্রতিটা ম্যাচেই সাদা মাটা লড়াই দেখা যাচ্ছে। ফলে সি ডিভিশনের খেলা দেখে হতাশ ফুটবলপ্রেমীরা। এমনিতেই সি ডিভিশনে খেলা দেখতে মাঠে তেমন লোক আসে না। এর মধ্যে দশ টাকার টিকিট কেটে এ ধরনের নিম্নমানের খেলা দেখে হতাশ হযে ফিরছেন দর্শকরা। আজ সবুজ সংঘ ও কদমতলি যুব সংস্থা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।ম্যাচে কোনও টিমই কিন্তু তেমন ভালো খেলা উপহার দিতে পারেনি।সম্পূর্ণ পরিকল্পনাহীন ফুটবল খেলতে দেখা গেছে দুটো টিমকেই। তাছাড়া টিম কম্বিনেশনের যথেষ্ট অভাব দেখা গেছে। অভিজ্ঞতার অভাবে নিশ্চিত ম্যাচে শুরু থেকেই গোলের অনেক সুযোগ নষ্ট হয়েছে দুটো টিমেরই।ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে গেছে উভয় টিম।বলের সঠিক আদান-প্রদান, মিস মাস তো ছিলই। তাতে করে ম্যাচে গোল পেতে অনেকটাই সময় লেগেছে। প্রথমার্ধের ৪৪ মিনিটে প্রথম গোল করে কদমতলি যুব সংস্থা।গোল করেন প্রীতম দাস।তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতির পর -খেলা শুরু করে কদমতলি যুব সংস্থা।তবে গোলটি ধরে রাখতে পারেনি তারা।২৫ মিনিটে পাল্টা গোল করে ম্যাচে সমতায় ফেরে সবুজ সংঘ।গোল করেন লামারয় কলই। ম্যাচ ১-১ হবার পর খেলা কিছুটা জমে উঠে। তবে তা বেশি সময় দেখা যায়নি। শেষ অবধি ১-১ গোলে ম্যাচ ড্র হয়।রেফারি পল্লব চক্রবর্তী। বিকেলে অন্য ম্যাচে ইউবিএসটির বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছাড়ে জম্পুইজলা প্লে সেন্টার। জয়ী দলের পক্ষে জোড়া গোল করেন সুখ দয়াল জমাতিয়া। ম্যাচে ইউবিএসটি একেবারেই খেলতে পারেনি।পুরো ম্যাচে পরিকল্পনাহীন ফুটবল খেলতে দেখা যায় ইউবিএসটির প্লেয়ারদের। ম্যাচের ত্রিশ মিনিটে জম্পুইজলা প্লে সেন্টার টিমের পক্ষে প্রথম গোলটি করেন সুখ দয়াল জমাতিয়া। প্রথমার্ধের খেলা ১-০তে শেষ হয়।বিরতির পর দুর্বল ইউবিএসটির পক্ষে সেই একতরফা খেলে যায় জম্পুইজলা প্লে সেন্টার।৩৪ মিনিটে কিষাণ দেববর্মার গোলে ২-০তে ম্যাচে এগিয়ে যায় জম্পুইজলা।শেষ মিনিটে আবারও গোল করেন সুখ দয়াল জমাতিয়া।শেষ অবধি ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জম্পুইজলা প্লে সেন্টার।আগামীকাল দুটো ম্যাচ রয়েছে।দুপুর একটায় সিমনা তামকাকারি এফসি ও পানতৌয় স্পোর্টিং সোসাইটি এবং বিকেল তিনটায় অন্য ম্যাচে আমরা কজনা ও স্বামী বিবেকানন্দ লড়বে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

6 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

6 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

7 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

7 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

7 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

1 day ago