জোড় কদমে চলছে প্রস্তুতি

চলতি মাসের ১৭ জুন অর্থাৎ সোমবার থেকে সরোজ সংঘ ও ইকফাই এফ সি ম্যাচের মধ্য দিয় শুরু হচ্ছে রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত তৃতীয় ডিভিশন লিগ প্রতিযোগিতা। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণ কারী ১৬ টি ক্লাব নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবছর ১৬ টি ক্লাবকে ২ টি গ্রুপে রাখা হয়েছে। ২১ জুন B- গ্রুপের লড়াইয়ে ইকফাই এফ সি’র বিরুদ্ধে খেলবে বিবেকান্দ ক্লাব। প্রতিযোগিতাকে সামনে রেখে গত ১০ জুন থেকে বিবেকান্দ ক্লাবের ফুটবলাররা হেড কোচ কর্নেন্দু দেববর্মা ও সহকারী কোচ নারায়ন দেবনাথ এর তত্ত্বাবধানে প্রগতি স্কুল মাঠ, উমাকান্ত মিনি স্টেডিয়াম ও স্বামী বিবেকান্দ ময়দানে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে। সোমবার দলের ফুটবলারদের অনুশীলন করতে দেখা যায় স্বামী বিবেকান্দ ময়দানে। এদিন ক্লাবের ক্রীড়া কমিটির সচিব পার্থ বিশ্বাস জানান এবছর বি-ডিভিশনে জায়গা করার লক্ষ্য নিয়ে দল গঠন করা হয়েছে।

Dainik Digital: