অনলাইন প্রতিনিধি || এ যেন চেনা চরিত্রেই ফিরে এলো এমবিবির বাইশ গজ।যেখানে জেসি লীগের প্রথম ম্যাচে (৫-৭ জুন) দু’দলের চার ইনিংসে এগারোশর উপর রান উঠেছিল, একটি দ্বিশতরান সহ তিনটি শতরানও হয়েছিল। ব্যাটারদের প্রবল দাদাগিরি যেন আজ উধাও। জেসিসি বনাম ইউনাইটেড ফ্রেণ্ডসের তিনদিনের ম্যাচের প্রথমদিনেই প্রবল বোলিং দাপট দেখা গেলো।শুভম ঘোষ, রিতায়ন দে, দীপক ক্ষত্রি, রিতিক শ্রীবাস্তবদের মারাত্মক পেস-স্পিন হামলায় জেসিসির শিবিরে যেন প্রচণ্ড গরমেও শীতকাপন ধরে যায়। ভাগ্যিস জেসিসির ব্যাটিং ভরাডুবির মধ্যে বৃষ্টির আগমন। মাত্র সাতাশ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ৬৯ রানে জেসিসির অবস্থা খুব খারাপই হয়ে উঠেছিল তখন। বৃষ্টির জন্য দিনের খেলা আর শুরু করতে পারেননি আম্পায়াররা। যে কারণে কিছুটা হলেও স্বস্তির নি:শ্বাস পড়ে জয়নগর ক্রিকেট ক্লাবে। তবে আজ রাতে আর বৃষ্টি না হলে আগামীকাল ম্যাচ হলেও কখন হবে তাই দেখার। এর আগে আজ সকালে জেসিসি প্রথম ব্যাট করতে নামে। রিমন সাহা ও অধিনায়ক নিরুপম সেন ইনিংস শুরু করে। কিন্তু জুটিতে স্কোর আট রান উঠতেই নিরুপম (০) রিতায়নের বলে আউট হয়ে যায় । দীপজয় দেব ১০ (৫৫) রিতায়নের দ্বিতীয় শিকার। রিমন সাহা ১৮(১৯) রান আউট হলে দলে আরও চাপ বাড়ে।শঙ্কর পাল ০(৭) দীপক ক্ষত্রির শিকার। ৩২/৪। এরপরই শুভম ঘোষের স্পিন ভেলকি শুরু হয়ে যায়।শুভম একে একে ফিরিয়ে দেয় দেবজ্যোতি পাল (০), সঞ্জয় মজুমদার (৯) ও অমরেশ দাসকে (০)। ৫৫/৭। রিতিক শ্রীবাস্তব নিরুপম সেন চৌধুরীর ১৭ (৪২) উইকেট তোলার পর জেসিসি শিবিরে আরও রক্তচাপ বেড়ে যায়। ৫৬/৮। অতীতে জেসি লীগে কোন্ দলের প্রথম ইনিংস কত কমে শেষ হয়ে গিয়েছিল মাঠে এ নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কেউ কেউ ফোনে প্রাক্তন কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে থাকে।এর মধ্যেই ভিকি সাহা (১১) ও বিপিন কুমার শর্মা জুটি দাঁতে দাঁত চেপে দলীয় স্কোরকে ৬৯/৮ টেনে তুলতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। মাঠ ফেলে ক্রিকেটাররা তখন প্যাভিলিয়নমুখী দৌড় লাগায়।সাতাশ ওভারে ৬৯/৮ বৃষ্টির জন্য খেলা থামে। এরপর আর খেলা শুরু করাতে পারেননি আম্পায়াররা। খেলা সম্ভবপরও নয়। তাই বিকালে দিনের খেলা পরিত্যক্ত করে দেওয়া হয় ইউনাইটেড ফ্রেণ্ডসের পক্ষে শুভম ঘোষ (৭-২-২৬-৩) দুর্দান্ত বোলিং করে। এছাড়া রিতায়ন দে (৬-৩-১৮-২), দীপক ক্ষত্রি (৭-১-২২-১) ও রিতিক শ্রীবাস্তব (৭-৬-২-১) ভালো বোলিং করে।তবে প্রথম দিনের খেলার সিংহভাগ সময় নষ্ট হওয়ায় বাকি দুদিনে ম্যাচের ভাগ্যে কী লেখা আছে তা আগামীকালই স্পষ্ট হবে। তবে ইউ: ফ্রেণ্ডসের কিন্তু আফসোস,বৃষ্টির জন্য জেসিসিকে অলআউট করে নিজের ইনিংস শুরু করতে পারলো না।খেলা হলে নিশ্চিত আজ লিডও নাকি তারা নিয়ে ফেলতো।
অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…
জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…
অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…
অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…
অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…
অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…