অনলাইন প্রতিনিধি:- বৃহস্পতিবার রাতে সিধাই মোহনপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার নকল পিজি বিশ্বজিৎ সূত্রধরকে (২৯) খোয়াই থানার পুলিশ নিয়ে এলো। এদিকে ধৃত নকল ডিসিএম জিতেন দেববর্মা তিনদিনের পুলিশ রিমাণ্ডে রয়েছে। তার পুলিশ জিতেন দেববর্মার একটি ডাইরি থেকে একাধিক ব্যাংকের বিভিন্ন মানুষের এন সই করা চেক উদ্ধার করে। এই চেকগুলি দেখিয়ে সে সাধারণ মানুষকে ঠকিয়ে র আসছিল। এদিন নকল ডিসিএম ও নকল পিজিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারপতি প্রাথমিকভাবে তিন দিনের জন্য জেল হাজতে পাঠিয়েছেন। উল্লেখ্য, তিন জুন বিকেলে নকল ডিসিএম জিতেন দেববর্মাকে খোয়াই অফিস এলাকায় পাকড়াও করে সাধারণ মানুষজন প্রাথমিকভাবে একটি – গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সিধাই মোহনপুর এলাকার এই প্রতারক রাজ্যের বহু স্থানে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। খোয়াই শহরের এক স্বর্ণ ব্যবসায়ীর থেকে প্রায় লক্ষ টাকা মূল্যের অলঙ্কার ক্রয় করে অন্যের সই করা একটি চেক দিয়ে গায়েব হয়ে গিয়েছিল। পদ্মবিলের এক যুবকের কাছ থেকে আসাম রাইফেলসের চাকরি পাইয়ে দেওয়ার নামে দেড় লক্ষ টাকা নেয়। নরসিংগড়ে নারায়ণপুর এলাকার যুবক আবুল হালদারের কাছ থেকে দুটি গাড়ি চুক্তির মাধ্যমে ভাড়া নেয় খোয়াই জেলাশাসক কার্যালয়ের জন্য। গাড়ি দুটি চার মাস ব্যক্তিগত কাজে ব্যবহার করে বুদ্ধিমত্তার সঙ্গে গাড়ির মালিকের কাছ থেকে তেল খরচ বাবদ দেড় লক্ষাধিক টাকাও আদায় করে নিয়েছিল। পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে এ ধরনের বহু চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশকে। পুলিশ জানিয়েছে, তার দেওয়া তথ্যে বৃহস্পতিবার রাতে সিধাই মোহনপুর এলাকা থেকে নকল পিজি বিশ্বজিৎ সূত্রধরকে আটক করা হয়। দুই যুবকের বিরুদ্ধে খোয়াই থানার পুলিশ দণ্ড বিধির ৪৬৮/৪৭১/৪২০/১২০ (বি) ধারায় মামলা নিয়েছে।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…
পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…
অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…