Categories: দেশ

জীববৈচিএ্যে সমৃদ্ধ খড়ঘড় এলাকায় টাউনশিপ গড়ার উদ্যোগ সিডকোর

এই খবর শেয়ার করুন (Share this news)

নভি মুম্বাইয়ের খড়ঘড় মালভূমির ১০৬ হেক্টর জমিতে আবাসিক তথা বাণিজ্যিক টাউনশিপ গড়ার পরিকল্পনা গ্রহণ করল সিটি অ্যান্ড . ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিডকো)। এ বিষয়ে রাজ্যের বন দপ্তরের ছাড়পত্র চাওয়া হয়েছে । এই উদ্যোগে যদিও বিরক্ত পরিবেশবিদেরা । তাদের দাবি , এখানে এমন নগরায়ণ হলে তার প্রভাব এখানকার জলাশয় ও জীববৈচিত্র্যের ওপর পড়বে । সমুদ্রের স্তর থেকে ১৬০-২৬০ মিটার উঁচুতে অবস্থিত এই খড়ঘড় পাহাড়ি মালভূমিকে একাধিক প্রাকৃতিক জলপ্রপাত এবং বেশ কয়েকটি জলাশয় রয়েছে । এই জলপ্রপাতের মধ্যে রয়েছে পান্ডবকারা জলপ্রপাত , ওয়ে বাঁধ এবং শিল্পীদের গ্রামের কাছেই রয়েছে এই ছোট বাঁধ । সবমিলিয়ে এই এলাকার একটি প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে । ”

মালভূমি এলাকার কাছেই যে খড়ঘড় ভ্যালি গলফ কোর্স রয়েছে সেটিকে ইতিমধ্যেই আধুনিক মানের করে গড়ে তুলেছে সিডকো । নয় গর্তের এই গলফ কোর্সকে ১৮ গর্তের আন্তর্জাতিক মানের গলফ কোর্সে পরিণত করা হয়েছে । খড়ঘড় জলাভূমি এবং পাহাড়ি বাসিন্দাদের গ্রুপের সহ প্রতিষ্ঠাতা নরেশ চন্দ্র সিং বলেন , ‘ একটি নেচার পার্ক তৈরির জন্য ২০০৭ সালে সিডকোর অনুরোধে এই এলাকার ব্যাপকভাবে একটি সমীক্ষা চালায় বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি । গোটা মালভূমি এলাকার চারপাশে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে । এখানে এভাবে এতবড় একটি উন্নয়নমুখী প্রকল্প হলে তা এখানকার বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলবে । ‘ বিএনএইচএস সেই সময়ে রিপোর্ট দিয়েছিল তাতে এই মালভূমি এলাকার সমৃদ্ধ জীববৈচিত্র্যের কথাই উল্লেখ করা হয় । সেখানে উল্লেখ করা হয় যে , এই এলাকায় বহু প্রাণী রয়েছে । যে তালিকায় রয়েছে ব্ল্যাক নেপড হেয়ার , স্মল ইন্ডিয়ান সিভেট , ইন্ডিয়ান ফ্লাইং ফক্স এবং আরও বেশ কিছু পাখিও । এছাড়া এই মালভূমি এই মালভূমি এলাকায় ইউরোপিয়ান বোলারের মতো পরিযায়ী পাখিও দেখা যায় । আবার আইইউসিএন – এর লুপ্তপ্রায় তালিকায় থাকা ঈগলও দেখা গিয়েছিল এই খড়ঘড় পাহাড়ি এলাকায় । ফলে জীববৈচিত্র্যগত দিক থেকে এই এলাকার একটা আলাদা একটা গুরুত্ব রয়েছে । পরিবেশবিদেরা জানাচ্ছেন , এমন একটি এলাকায় যদি এভাবে একটি টাউনশিপ তৈরি করা হয় তাহলে তা এই এলাকার ওপর বিরূপ প্রভাব ফেলবে । খড়ঘড় পাহাড়ি মালভূমি প্রকল্পে খরচ ধরা হয়েছে । ১৮,৯০০ কোটি টাকা । তাতে আশা করা যাচ্ছে যে , আবাসিক এলাকায় ১১,৯৮৫ জন মানুষ বাস করতে পারবেন এবং বাণিজ্যিক এলাকায় ৬৪৫০ জন মানুষ বাস করবেন । এই এলাকায় আবাসিক ভবন এবং বাংলো তৈরির পরিকল্পনা যেমন নেওয়া হয়েছে তেমনই হোটেল , রিসর্ট এবং বাণিজ্যিক এলাকাও বিক্রি করা হবে । নির্মাণকাজ শুরু হওয়ার দিন থেকে চার বছরের মধ্যে গোটা প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে , এই সংক্রান্ত যাবতীয় তথ্য গত ১৮ আগস্ট রাজ্য সরকারের কাছে জমাও দেওয়া হয়েছে সিডকোর তরফে । প্রকল্পে গত ২২ আগস্ট ‘ টার্মস অফ রেফারেন্স ‘ দেয় রাজ্য সরকার যাতে সিডকোকে পরিবেশ সংক্রান্ত বিষয়ে সমীক্ষা চালানোর জন্য অনুমতি দেওয়া হয় । পরিবেশগত ছাড়পত্র পাওয়ার জন্যেই এই সমীক্ষা চালাতে হবে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

10 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

11 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

12 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

13 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

13 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

14 hours ago