জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনে যোগ দিতে শুক্রবার জাপানের হিরোসিমায় গিয়ে পৌঁছলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এছাড়া কোয়াড সম্মেলনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি।এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখান থেকে যাবেন পাপুয়া নিউ গুয়েনা এবং অস্ট্রেলিয়ায়।জি-৭ সম্মেলনে যোগ দেবার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন।এ উপলক্ষে এদিন হিরোসিমা গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিরোসিমা পৌঁছে নিজেই টুইট করেন প্রধানমন্ত্রী৷এদিকে, প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে রওয়ানা হবার আগে বলেছেন, জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে,এ নিয়ে আমি দারুণ উৎসুক হয়ে আছি।
প্রধানমন্ত্রী আরও বলেন,চলতি বছর আমরা জি-২০ দেশগুলির সভাপতিত্ব করছি।এ অবস্থায় জি-৭ দেশগুলির সাথে বৈঠকের বিষয়ে আমি খুবই আনন্দিত।এদিন হিরোসিমায় ভারতীয় প্রধামন্ত্রীকে স্বাগত জানান জাপান এবং ভারতের উচ্চপদস্থ আধিকারিকরা।হোটেলে ভারতীয় কমিউনিটির তরফে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।২১মে পর্যন্ত হিরোসিমায় চলবে জি-৭ সম্মেলন।জি-৭ সম্মেলনে বিভিন্ন সাম্প্রতিক ইস্যুতে আলোচনা হবে।এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সাথেও ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…