জাতীয় স্কুল ক্রীড়া, রাজ্য দলগুলির প্রস্তুতি শুরু

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || ছেষট্টিতম জাতীয় স্কুল ক্রীড়ার অনুর্ধ্ব উনিশ বয়সভিত্তিক বিভাগের খেলাধুলাকে সামনে রেখে পনেরোটি ইভেন্টের নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে আবাসিক কোচিং ক্যাম্প শুরু করলো ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড।আজ থেকেই বিভিন্ন ইভেন্টে এই আবাসিক কোচিং ক্যাম্প শুরু হয়ে গেছে নানা ভেন্যুতে।কোনও কোনও ইভেন্টে দু’সপ্তাহ আবার অনেক ইভেন্টে তারও বেশি সময় নিয়ে এই কোচিং ক্যাম্প চলবে।আগামী জুন মাসে অনূর্ধ্ব উনিশ বয়স গ্রুপে জাতীয় স্কুল ক্রীড়ার ষোলটি ইভেন্টে প্রতিযোগিতা করতে চলেছে এসজিএফআই। দিল্লী, মধ্যপ্রদেশের ভোপাল ও গোয়ালিয়র তিনটি ভেন্যুতে হচ্ছে এই জাতীয় স্কুল ক্রীড়ার এই খেলাধুলা।অনূর্ধ্ব চৌদ্দ ও সতেরো বয়স গ্রুপকে সম্পূর্ণ বাদ দিয়ে শুধু উনিশ বয়স গ্রুপে খেলাধুলা করা হচ্ছে এ বছর।যদিও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড অনূর্ধ্ব চৌদ্দ, সতেরো ও উনিশ তিনটি বয়স গ্রুপে রাজ্যে খেলাধুলা সংঘটিত করছে।তবে এসজিএফআইয়ের এই অদ্ভুত সিদ্ধান্তের কারণে রাজ্যের স্কুল পড়ুয়া অনূর্ধ্ব চৌদ্দ ও সতেরো বয়স গ্রুপের খেলোয়াড়রা (ছেলেমেয়েরা) জাতীয় স্কুল আসরে অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এমনিতেই এসজিএফআইয়ের অভ্যন্তরীণ ঝামেলার কারণে গত ২০১৯ সালের পর জাতীয় স্কুল ক্রীড়ার খেলাধুলা আর হয়নি।তিন বছর পর এবার (২০২২-২৩ সাল)খেলাধুলা করতে যাচ্ছে। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ড এবার পনেরোটি ইভেন্টে টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আর রেজাল্ট যাতে ভালো হয় তার জন্য এই আবাসিক কোচিং ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।পনেরোটি ইভেন্টে সরাসরি নির্বাচনি শিবির ডেকে খেলোয়াড় বাছাই করা হয়েছে।পাশাপাশি রাজ্যভিত্তিক স্কুল আসরে অনূর্ধ্ব উনিশ বয়স গ্রুপে যেসব খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করছে তাদেরও রাখা হচ্ছে টিমে।ইতিমধ্যে কয়েকটি ইভেন্টে খেলোয়াড় চূড়ান্ত বাছাই হয়ে গেলেও অনেক ইভেন্টে এই আবাসিক কোচিং ক্যাম্পের মধ্য থেকে বাছাই করে রাজ্যদল গঠন করা হবে। বিভিন্ন ইভেন্টে সিনিয়র প্রশিক্ষকদের খেলোয়াড়দের কোচিং দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।আজ একই সাথে বিভিন্ন ভেন্যুতে নয়টি ইভেন্টে আবাসিক কোচিং ক্যাম্প শুরু হয়েছে।২০-৩১ মে পর্যন্ত এই ক্যাম্প চলবে।আজ নয়টি ইভেন্টে কোচিং ক্যাম্প শুরু হয়েছে তাহলো – হ্যাণ্ডবল (বালক) খোয়াইয়ে, বাস্কেটবল (বালক)এডি নগর পুলিশ গ্রাউণ্ডে, খো খো (বালক) ওল্ড আগরতলা স্কুল গ্রাউণ্ড, কাবাডি (বালক) উমাকান্ত একাডেমি গ্রাউণ্ড, অ্যাথলেটিক্স(বালক-বালিকা) কুমারঘাটের ফটিকরায় স্কুল গ্রাউণ্ড, যোগা, জিমনাস্টিক্স ও চেস (বালক-বালিকা) রাজধানীর এনএসআরসিসিতে ও সুইমিং বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের রাইমা সুইমিং পুলে হচ্ছে।বাকি ছয়টি ইভেন্টের কোচিং ক্যাম্প তেইশ ও পঁচিশ মে থেকে শুরু হচ্ছে।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

6 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

7 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

9 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

9 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

9 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

10 hours ago