জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখুন: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ২০২২ সালেই সূচনা করা হয় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির।জাতীয় পতাকার মহান গৌরবকে প্রতি ঘরে পৌঁছে দিতে এরপর থেকে প্রতি বছরই বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে উদ্যাপিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কার্যক্রম। এ বছরও সেই অনুযায়ী এই কার্যক্রমের অঙ্গ হিসেবে রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ পরিসর থেকে সুদৃশ্য তিরঙ্গা র‍্যালিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। পরিশেষে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে গিয়ে সেখান থেকে আয়োজিত দু’দিনব্যাপী তিরঙ্গা মেলারও সূচনা করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। একই সাথে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত প্রদর্শনী ও বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে আয়োজিত মনোমুগ্ধকর একটি সঙ্গীতানুষ্ঠানও উপভোগ করেন তিনি।
এদিন আয়োজিত তিরঙ্গা র‍্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পিকে চক্রবর্তী সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সমাজের বিভিন্ন অংশের মানুষজন।
কর্মসূচিটির তাৎপর্য নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী এদিন বলেন, দেশভক্তির ভাবনাকে সুদৃঢ় করতে গোটা দেশের সাথে রাজ্যেও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের কর্তব্য এই জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কর্মসূচিটি ২ আগষ্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত তিনটি পর্যায়ে পালন করা হচ্ছে। কর্মসূচির অঙ্গ হিসেবে রয়েছে বিদ্যালয়ের দেওয়াল অঙ্কন ও বিদ্যালয় সজ্জা, তিরঙ্গা রাখি তৈরির প্রতিযোগিতা, তিরঙ্গা র‍্যালি, প্রদর্শনী স্টল, কুইজ প্রতিযোগিতা, রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি।তিরঙ্গা মেলা, তিরঙ্গা কনসার্ট ছাড়াও ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি তো রয়েছেই।’হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে
সফল করে তুলতে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা,পুর নিগম সহ রাজ্যে বসবাসকারী সব অংশের নাগরিকদের প্রতি আহ্বান রাখেন।

Dainik Digital: