জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় সেনার সঙ্গে রাতভর সংঘর্ষে হত দুই জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-রাতভর দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। জঙ্গিদের এক সময় কোণঠাসা করে ফেলে সেনা। তখন তারা আবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পালানোর চেষ্টা করে।সেনা সূত্রে খবর, জঙ্গিরা সংখ্যায় কত জন ছিল তা স্পষ্ট জানা যায়নি। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় সেনার সঙ্গে রাতভর সংঘর্ষে আহত দুই জঙ্গি।
সেনা সূত্রে খবর, জঙ্গিরা সংখ্যায় কত জন ছিল তা স্পষ্ট জানা যায়নি। তবে রাতভর দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। জঙ্গিদের এক সময় কোণঠাসা করে ফেলে সেনা। তখন তারা আবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পালানোর চেষ্টা করে।রাতভর গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। শনিবার সেনা সূত্রে জানানো হয়েছে, অনুপ্রবেশকারী দুই জঙ্গির মৃত্যু হয়েছে সংঘর্ষে। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। নিহত দু’জন কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।সেনার চিনার কোর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার রাতে তারা গোপন সূত্রে খবর পায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কুপওয়ারার কেরন সেক্টর হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে একদল জঙ্গি। সেই খবর পাওয়ামাত্রই সতর্ক হয়ে যায় সেনা। নজরদারি বাড়ানো হয়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করতেই নিরাপত্তাবাহিনীর চ্যালেঞ্জের মুখে পড়ে। অনুপ্রবেশে বাধা পেতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনাও।

Dainik Digital: