জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান, উদ্ধারকাজ জোরকদমে!!

অনলাইন প্রতিনিধি :-জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে বৃহস্পতিবার দুপুরে আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান নেমে এল চাসোতি গ্রামে, মচৈল মাতা মন্দিরের কাছে। উত্তরকাশীর ধরালীর সাম্প্রতিক ঘটনার মতোই এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। প্রবল জলের তোড়ে বহু মানুষ আটকে পড়েছেন। চাসোতি গ্রাম মচৈল মাতা যাত্রার শুরু বিন্দু হওয়ায় সেখানে পর্যটক ও ভক্তদের উপস্থিতিও ছিল।
ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা জানিয়েছেন, পুলিশ, সেনা ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনে এয়ারলিফটের জন্য।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্‌হা সব উদ্ধারকারী বাহিনীকে দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এই বিপর্যয় ঘটল মাত্র কয়েক দিন পরই, যখন ৫ আগস্ট উত্তরকাশীর ধরালী ও হর্ষিল গ্রামে ভয়াবহ হড়পা বান নেমে বেশির ভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং প্রাণ হারান ৫ জন। ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগ ফের একবার হিমালয় অঞ্চলের চরম আবহাওয়া ঝুঁকিকে সামনে আনল।

Dainik Digital: