Categories: দেশ

জনপ্রিয়তা ফিরে পাচ্ছে মাথেরনের ঐতিহ্যবাহী টয় ট্রেন

এই খবর শেয়ার করুন (Share this news)

টানা দু’বছর করোনার দাপটে লকডাউনের নিয়ম মেনে অনেকটা সময় পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল । আবার করোনার সংক্রমণের কারণে পর্যটকের ভিড়ও হয়নি । সেই কঠিন সময় কাটতে শুরু করতেই এবার ফের নিজের হারানো জনপ্রিয়তা ফিরে পাচ্ছে মাথেরনের ঐতিহ্যবাহী টয় ট্রেন । মাথেরন থেকে আমন লজ পর্যন্ত ‘ শাটল সার্ভিস ‘ শুরু হয়েছে আগেই । করোনা সংক্রমণ নিম্নগামী হওয়ার পরিষেবা শুরু করা হলেও পর্যটকের ভিড় শুরুতে ততটা বাড়েনি । কিন্তু পর্যটকের ভিড় এখন ক্রমেই এখানে বাড়তে শুরু করেছে । গত ৫ মাসে ১.৫৪ লক্ষ যাত্রীকে পরিষেবা দিয়েছে এই টয় ট্রেন । যা থেকে আয় হয়েছে ১.১৩ কোটি টাকা , রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে । এবার নেরাল পর্যন্ত এই ‘ শাটল সার্ভিস ’ বাড়ানোর বিষয়ে পরিকল্পনা করছে মধ্য রেল । এভাবে আয় বাড়াতে খুশি রেলওয়ে কর্তৃপক্ষ । মধ্য রেলের এক শীর্ষ আধিকারিক বলেন ‘ এই শাটল সার্ভিস পর্যটকরা একটি আরামদায়ক এবং আনন্দময় যাত্রা উপভোগ করছেন । পরিবহণ ক্ষেত্রেও একটা দারুণ পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে । গত ৫ মাসে আয় হয়েছে ১.১৩ কোটি টাকা । এর মধ্যে ১.১২ কোটি টাকা যাত্রীদের পরিষেবায় আয় হয়েছে এবং ৯২,২৫৪ কোটি টাকা আয় হয়েছে পার্সল থেকে । এই টয় ট্রেনে চড়ে শিশুরা খুবই আনন্দ উপভোগ করে এবং প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার কারণে তাদের মধ্যে একটা শিহরণ তৈরি হচ্ছে । ‘ মধ্য রেলের তরফে জানানো হয়েছে , বিগত ৫ মাসের মধ্যে ১.৫৪ লক্ষ যাত্রীকে পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে এবং ১২,০৭৪ টি প্যাকেটে ২,৪৫৪ কুইন্টাল পার্সল পাঠানো হয়েছে । মধ্য রেলেরও তরফে আগের তথ্য দিয়ে জানানো হয়েছে যে , ২০২১ সালের এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে ৫৬,০৪৩ জন যাত্রীকে পরিষেবা দেওয়া হয়েছিল এবং ৫৩৪১ টি প্যাকেজে ১,১২৮ কুইন্টাল পার্সল পাঠানো হয়েছিল । এর মাধ্যমেই এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে , এবছর এই পরিষেবার চাপ অনেকটা বেড়ে গিয়েছে । আমন লজ থেকে মাথেরন পর্যন্ত যাত্রীর চাপ বেড়ে যাওয়ার কারণে আয়ও এক ধাক্কায় বেড়েছে অনেকটা । রেল কর্তৃপক্ষ করছেন , আগামীদিনে এই আরও অনেকটা বেড়ে যাবে । কারণ আগামী কয়েক মাসে পর্যটকের সংখ্যা বাড়বে বলেই আশাবাদী রেলের আধিকারিকরা । গত আর্থিক বছর অর্থাৎ ২০২১-২০২২ সালে মধ্য রেল ৩.০৬ লক্ষ যাত্রীকে এই পরিষেবা য়েছে । ২০২১ সালের এপ্রিল মাস থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত পার্সল সহ রেলের আয় হয়েছে ১.৮২ কোটি টাকা । অথচ নতুন আর্থিক বছর পড়তেই গত কয়েক মাসে এই আয় বেড়ে গিয়েছে । জনপ্রিয়তার দিকটিকে নজর রেখেই গত মে মাস থেকে পরিষেবা আরও বাড়ানো হয়েছে । কারণ এই সময়ে যেহেতু গরমের ছুটি পড়ে সেজন্য টয় ট্রেনে ঘোরার জন্য খুদেদের ভিড় বেড়েছে । চলতি বছরে শেষেই এই টয় ট্রেন পরিষেবা নেরাল পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে রেল । ২০২০ সালে সাইক্লোন নিসর্গর কারণে এই টয় ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । তারপর আবার শাটল সার্ভিস চালু হয়ে যাওয়ার পরে খুব ভাল সাড়া পাওয়া যায় ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দেশের ৬টি বিমানবন্দরে উড়ান বাতিল করল ইন্ডিগো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ৬টি বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল করল…

15 mins ago

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

12 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

13 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

22 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

22 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

23 hours ago