জনজাতিদের উন্নয়নের কাজ করছে তিপ্রা মথা : প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-জনজাতি মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করছে তিপ্রা মথা।পাহাড়ের মানুষের সমস্যার নিরসনে ভারত সরকারের সাথে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। ত্রিপুরার স্বাধীনতার পর থেকে যেসব রাজনৈতিক দল এডিসির ক্ষমতায় ছিল তারা জনজাতিদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে গিয়েছে। এখন এডিসির ক্ষমতা হারিয়ে অনেকেই বড়বড় কথা বলছেন। যদিও বাস্তব হল এই ক্ষমতালোভী জাতীয় রাজনৈতিক দলের পাপের ফল ভোগ করছেন পাহাড়ের মানুষ। এমনটাই বললেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। আজ রাজধানীর আস্তাবল মাঠে জনজাতি যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে এডিসির পক্ষ থেকে প্রায় ২০০ অটো বিতরণ করেছে তিপ্রা মথা। অনুষ্ঠানে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, জাতীয় রাজনৈতিক দলের নেতারা অনেক কিছুই বলতে পারেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের জন্য জনজাতি মানুষের আর্থ সামাজিক উন্নয়ন আমরা বন্ধ করব না। তিনি বলেন বিজেপি-কংগ্রেস সিপিএম সব দলের নেতাকর্মী সমর্থকরা ত্রিপুরাবাসী। তাদের আমরা ভালোবাসি। রাজনৈতিক উদ্দেশ্যে তিপ্রা মথা একটি জনজাতি পরিবারকেও বঞ্চিত করবে না। সরকারী চাকরি সহ স্বনির্ভর করার ক্ষেত্রে সকলকে সমান সুযোগ প্রদান করা হবে। প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, এডিসি এলাকার উন্নয়ন হচ্ছে না, বেকারদের জন্য কিছু করছে না এডিসি সরকার'। এ ধরনের বক্তব্য রাখার অধিকার সব বিরোধী রাজনৈতিক দলের নেতাদের রয়েছে। এতে আপত্তি কিছু নেই। যারা বক্তব্য রাখছেন তারা হতাশ। দেখবেন এডিসি ভোটের আগেই তারা অনেকেই তিপ্রা মথায় শামিল হয়ে যাবেন। তিনি বলেন, দ্বিতীয় ধাপে জাতি ধর্ম বর্ণ এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে আরও ১৬০০ জনকে অটো বিতরণ করা হবে। স্বাস্থ্য-শিক্ষা-পরিবহণ-বিদ্যুৎ-শিল্প ব্যবস্থা মান উন্নয়নের জন্যও বিভিন্ন প্রকল্প রূপায়ণ হবে। সরকারী চাকরি দিয়ে সবার সমস্যা সমাধান হবে না। যুবাদের স্বনির্ভর করতে পারলেই সব সমস্যার সমাধান হবে। পাশাপাশি কৃষক-জুমিয়া পরিবারের আয় বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে ভারত সরকার এবং রাজ্য সরকারের কৃষিভিত্তিক প্রকল্পগুলি রূপায়ণ ধাপে ধাপে হচ্ছে। এডিসিতে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট করা হচ্ছে। সিনেমা হল হয়েছে। তিনি বলেন, আগামী দিনে ড্রোন এবং এআই টেকনোলজি ব্যবহারের মাধ্যমেও ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মান উন্নয়ন করা হবে। প্রথম ধাপেই অটো প্রদান হয়েছে। এতে মানুষের আয় উপার্জন বাড়বে। পাশাপাশি ই-অটোর জন্য পরিবেশও দূষিত হবে না।পর্যটন শিল্প ঘিরে বেকারের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, ত্রিপুরায় সমাজ পতিদের সরকার মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছে। যা পিয়নের থেকেও কম! এটা মূলত অসম্মান… অথচ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ২০ হাজার টাকা বেতন দিচ্ছে সরকার। এডিসিতে ফিরছে তিপ্রা মথা। তিনি বলেন, এডিসিতে তিপ্রা মথা সরকার প্রতিষ্ঠিত হবার পর সমাজপতিদের ৩০ হাজার টাকা দেব আমরা।
Dainik Digital: