ছোটদের পাখি পর্যবেক্ষণ!!

অনলাইন প্রতিনিধি || বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার রেইন মেটার ফাউন্ডেশন এবং আর্লি বার্ড ফাউন্ডেশন, এই দুটি সামাজিক সংস্হা যৌথ উদ্যোগে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে পাখি পর্যবেক্ষণ কর্মসূচির আয়োজন করে। একই দিনে একই সময়ে এই অভিনব কর্মসূচি দেশের মোট পাঁচটি জায়গায় আয়োজন করা হয়েছে। জায়গাগুলি হল আগরতলা, দেরাদুন, পাঞ্জিম, তিরুপতি এবং মাইসুর। আগরতলায় এই কর্মসূচির সহযোগিতায় ছিল ” ওয়ার্ল্ড ত্রিপুরা ফাউন্ডেশন ” । এদিন মোট ২২ জন কচিকাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে রাজধানীর এমবিবি কলেজ সংলগ্ন লেইকের আশে পাশে এলাকায় বিচরণকারী বিভিন্ন ধরনের পাখি দেখানো হয়। এতে অংশগ্রহণকারী ছেলে-মেয়েরা জানায় খুব আনন্দের সঙ্গে তারা এই কর্মসূচি উপভোগ করেছে। আগরতলা কৃষি কলেজের অধ্যাপক ড. দীপক সিনহা জানান, মূলত পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Dainik Digital: