ছেলের মৃত্যু দৃশ্য ধরা পড়লো মায়ের ক্যামেরায়!!!

এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল পনেরো বছর বয়সী নাবালকের। ঘটনা শনিবার বিকেল নাগাদ বড়মুড়া স্থিত গ্যাস থার্মাল সংলগ্ন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে। তেলিয়ামুড়া এলাকার সুপরিচিত ঠিকেদার হারান দাসের নাবালক পুত্র দিগ্বিজয় দাস (১৫) “স্কেটিং রাইডিং”করে এদিন বিকেল নাগাদ তেলিয়ামুড়া এলাকার দিকে আসার পথে TR062393 নম্বরের একটি অটো গাড়ির সাথে ধাক্কা লাগে।

অপরদিকে দিগ্ববিজয়ের গর্ভধারিনী মা এই “স্কেটিং” করার ভিডিও উনার ছেলের পিছন পিছন গাড়িতে করে নিজের মোবাইলে বন্দি করছিলেন। গুরুতর আহত অবস্থায় ছেলেকে নিজ গাড়িতে করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যায়। জিবি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাবালক ছেলেকে মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক ঘটনায় মা-বাবা থেকে শুরু করে পরিবার-পরিজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

Dainik Digital: