অনলাইন প্রতিনিধি :- চিনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া! ছাদ থেকে পড়ে মারা গেলেন জনপ্রিয় চিনা গায়ক, অভিনেতা এবং মডেল ইউ মেংলং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর। জানা গিয়েছে, বৃহস্পতিবার বেইজিংয়ের একটি ভবন থেকে পড়ে মারা গিয়েছেন অভিনেতা। গায়কের ব্যবস্থাপনা দল তাঁর আকস্মিক মৃত্যুর খবরটা নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুসারে, মেংলং-এর দল একটি বিবৃতিতে জানিয়েছেন যে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর মারা গিয়েছেন। তবে পুলিশ তাঁর মৃত্যু নিয়ে কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের সন্দেহ করেনি।ইটারনাল লাভ’ এবং ‘গো প্রিন্সেস গো’-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মেংলং।