দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || তেইশটি দেশের প্রতিনিধিত্বে রাজ্যে অনুষ্ঠিত জি-২০ সামিটে অংশগ্রহণকারীদের মধ্যে নয়জন সদস্য সদস্যারা সহ পনের সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়া পরিদর্শনে আসেন।
জি-২০ প্রতিনিধি দলের সদস্য সদস্যারা অমরপুরের দেববাড়ি ভিলেজের ছবিমুড়ার পাদদেশ রাধুরখামারস্থিত ছবিমুড়া পর্যটন কেন্দ্রে পৌঁছালে অমরপুরের মহকুমা প্রশাসনের তরফে মহকুমা ম্যাজিস্ট্রেট অসিত কুমার দাস সহ প্রশাসনিক আধিকারিকরা প্রতিনিধি দলকে স্বাগত জানান। প্রতিনিধি দল গোমতী নদীবক্ষে যন্ত্রচালিত নৌকায় চেপে ছবিমুড়ায় গোমতী নদীগাত্রে খোদিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেবী চাকরাকমার মুর্তি সহ অন্যান্য দেবদেবীর মূর্তিগুলি ও পৌরাণিক শিল্প ভাস্কর্যগুলি, প্রকৃতির সৃষ্ট গুহা সহ প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করে বিমোহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন।
জি-২০ প্রতিনিধি দলের সদস্যদের ছবিমুড়া পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসার সংবাদে মহকুমা আরক্ষা প্রশাসনের তরফে ছবিমুড়ার পাদদেশ রাহুর খামারের পর্যটন কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক প্রণীর পাল ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কার্যকারক ইন্সপেক্স জয়ন্ত দাস ঘোন রাখুর খামারে উপস্থিত থেকে নিরাপত্তাব্যবস্থার তদারকি করেন। ছবিমুড়া পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে জি-২০ প্রতিনিধি দলটি রাজধানীর উদ্দেশে রাখুরখামার ত্যাগ করে।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…